আবু জাহের, শেরপুর (বগুড়া) প্রতিনিধি : ঐতিহ্যবাহী শেরপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে নিমাই-মান্নান পরিষদে সভাপতি নিমাই ঘোষ ও সাধারণ সম্পাদক আব্দুল মান্নান নির্বাচিত হয়েছে। বুধবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধা ৭টায় বাসষ্ট্যান্ড উত্তরাপ্লাজায় মার্কেটের ২য় তলায় শেরপুর প্রেসক্লাব কার্যালয়ে এ ফলাফল ঘোষনা করেন নির্বাচন কমিশনারের চেয়ারম্যান আব্দুস সাত্তার।
যানা যায়, উৎসব মুখর পরিবেশে দুপুর টা হতে সন্ধা ৬টায় ভোটগ্রহণ হয়। গননা শেষে সন্ধা ৭টায় ফলাফল ঘোষনা করেন নির্বাচন কমিশনার চেয়ারম্যান আব্দুস সাত্তার। নির্বাচিতরা হলেন, সভাপতি নিমাই ঘোষ, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, সহ-সভাপতি সবুজ চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক উৎপল মালাকার, সাহিত্য বিষয়ক সম্পাদক আব্দুল ওয়াদুদ, দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম শাওন, কার্যনির্বাহী সদস্য জাহাঙ্গীর ইসলাম, অশোক সরকার, আকরাম হোসাইন, আব্দুল আলীম, শাহ জামাল কামাল।
কিউএনবি/আয়শা/২৪শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:০২