চপল সরকার, নেত্রকোণা প্রতিনিধি : রবিবার (২০ ফেব্রুয়ারী) নেত্রকোণা সদর উপজেলার সাতপাই রেলক্রসিং এর চানখার মোড়ের জাহানারা হার্ডওয়্যার অ্যান্ড স্যানিটারিতে অভিযান চালিয়ে পাওয়া গেল প্রতি লিটার পেট্রোলে ১৫০ মিলি কম দিয়ে কারচুপির সত্যতা।
পরে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটিকে কারচুপির জন্য ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও সাতপই রেলক্রসিং বাজারের ৪টি প্রতিষ্ঠানসহ আজ ৫টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৪৫হাজার টাকা জরিমানা করা হয় এবং সতর্ক করা হয়। এ অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলার উপপরিচালক মোঃ শাহ আলম।অভিযানে সহযোগিতা করেন জেলা স্যানটারি ইন্সপেক্টর আব্দুল হক।
কিউএনবি/আয়শা/২০শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৪২