আবু জাহের, শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরে বাড়ি থেকে দিনের বেলায় ঘরের তালা ভেঙ্গে নগদ টাকা লুটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় শেরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ সুত্রে জানা যায়, শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের মস্তাজ সেখের ছেলে আমজাদ হোসেন গত ২দিন যাবত গাড়ি চালানোর কাজে বাড়ির বাহিরে ছিলেন। তার স্ত্রী নাজিয়া সুলতানা ১৯ ফেব্রুয়ারী সকাল অনুমানিক ১১ঘটিকায় ঘরের দরজা ও মেন গেটে তালা লাগিয়ে বাচ্চাকে স্কুলে নিয়ে যায়। এই সুযোগ তার বাড়ির দেয়াল টপকে ঘরের তালা ভেঙ্গে নগদ ৪০ (চল্লিশ) হাজার টাকা ও সামসাং ব্রান্ডের মোবাইল ফোন লুট করে নিয়ে যায়।
বাড়িতে ফিরে নাজিয়া সুলতানা মেন গেটের তালা খুলে ভিতরে গিয়ে দেখতে পায় ঘরের তালা, সোকেজ ড্রয়ার ভাঙ্গা ও জিনিসপত্র এলোমেলো। এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম বলেন, আমি এখনও অভিযোগ পায়নি তবে ডিউটিরত অফিসার পেয়ে থাকতে পারে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
কিউএনবি/আয়শা/১৯শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:৩৯