খোরশেদ আলম বাবুল শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুর আদালতে গণস্বাস্থ্য কেন্দ্রের চেয়ারম্যান ডা.জাফরউল্লাহ চৌধুরীর বিরুদ্ধে মানহানির অভিযোগ এনে মামলা করেছে ছাত্র ইউনিয়ন শরীয়তপুর জেরা শাখার সভাপতি সাইফ রুদাদ। বুধবার শরীয়তপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অভিযোগটি আমলে নিয়ে আসামীকে হাজির হওয়ার সমন জারির আদেশ দিয়েছেন।
আর্জির অভিযোগ সূত্রে জানাগেছে, গত ২ ফেব্রুয়ারী জাতীয় প্রেসক্লাবে ন্যাশনাল ডেমোক্রাটিক পার্টির (এনডিএফ) একটি অনুষ্ঠানে বক্তব্য রাখেন গনস্বাস্থ্য কেন্দ্রের চেয়ারম্যান ডা.জাফরউল্লাহ চৌধুরী। বক্তব্যে তিনি বলেন যুদ্ধাপরাধী কাদের মোল্যা ছাত্র ইউনিয়ন করতেন। জাফরউল্লাহ চৌধুরীর এমন বক্তব্যে ছাত্র ইউনিয়নের নেতা-কর্মীরা ক্ষুদ্ধ হন। এরই প্রেক্ষিতে ছাত্র ইউনিয়নের ও মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি হয়েছে এমন অভিযোগ তুলে ডা. জাফরউল্লাহ চৌধুরীর বিরুদ্ধে দন্ড বিধির ৫০০ ধারায় মানহানির মামলা দায়ের করেছেন।
মামলার বাদি সাইফ রুদাদ বলেন, কাদের মোল্যা একজন প্রতিষ্ঠিত ও প্রমানিত যুদ্ধাপরাধী, রাজাকার এবং মানবতাবিরোধী অপরাধী ছিলেন। মানবতাবিরোধী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ তাকে মুত্যুদন্ড দেয়া হয় এবং তা কার্যকর করা হয়েছে। তার মতো ঘৃন্য ব্যক্তিকে ছাত্র ইউনিয়নের সাথে জড়িয়ে বক্তব্য দিয়ে ডা. জাফরউল্লাহ চৌধুরী ইতিহাস বিকৃতি করেছেন।
তাই তার বিরুদ্ধে জেলা ও দায়রা জজ আদালতে মানহানির মামলা করেছি। বাদীর আইনজীবি এডভোকেট আজিজুর রহমান রোকন বলেন, জাফরউল্লাহ চৌধুরীর বিরুদ্ধে দায়ের করা মানহানি মামলাটি আদালত আমলে নিয়েছেন। জেলা ও দায়রা জজ প্রশান্ত কুমার বিশ্বাস জাফরউল্লাহ চৌধুরিকে আদালতে হাজির হওয়ার সমন জারির আদশে দিয়েছেন।
কিউএনবি/আয়শা/১৭ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:২৪