মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারী থানা পুলিশের অভিযানে বিক্রয় নিষিদ্ধ গর্ভনিরোধক ট্যাবলেট সহ এক মাদক কারবারীকে আটক করার খবর পাওয়া গেছে। বুধবার ( ৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত প্রায় ২টার দিকে আটোয়ারী থানার অফিসার ইনচার্জ এ.কে.এম মেহেদী হাসানের দিক নির্দেশনা মতে এসআই মোকাররমের নেতৃত্বে পুলিশের একটি চৌকশ টিম ওয়ারেন্ট তামিলের উদ্দেশ্যে উপজেলার মির্জাপুর ইউনিয়নের মির্জাপুর গ্রামের আফাজ উদ্দীনের পুত্র পেশাদার মাদক ব্যবসায়ী আলী হোসেন (৩০)এর বসতবাড়ীতে অভিযান চালিয়ে তাকে আটক করে।
এসময় তার বসত ঘরের খাটের নিচ হতে একটি কাপড়ের ব্যাগে থাকা ৪১ হাজার ১৬০ পিস “সুখী” নামের বিক্রয় নিষিদ্ধ গর্ভনিরোধক ট্যাবলেট উদ্ধার করা হয়। উল্লেখ্য যে, মাদক কারবারী আলী হোসেন বিক্রয় নিষিদ্ধ ট্যাবলেট গুলো গোপনে কমদামে সংশ্লিষ্ট দপ্তরের অসাধু কর্মচারীর নিকট হতে ক্রয় করে তা ইয়াবা ও হিরোইনের সাথে মিক্সড করে সেবনকারীদের নিকট বিক্রয় করে বলে জানা যায়।
এব্যাপারে আটোয়ারী থানার অফিসার ইনচার্জ এ.কে.এম মেহেদী হাসান আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃত আলী হোসেনের বিরুদ্ধে আটোয়ারী থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা রুজু হয়েছে। মামলা নং-০৫, তারিখ: ১০/০২/২০২২ ইং। তিনি আরো বলেন, আলী হোসেনের বিরুদ্ধে পঞ্চগড় আদালতে আরো ৬টি মাদকের মামলা বিচারাধীন আছে।
কিউএনবি/আয়শা/১০ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:২৫