মো. সাইদুল আনাম, কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় ১৮৫ বোতল ফেনসিডিলসহ ৩জন মাদক বিক্রেতা আটক হয়েছে। শুক্রবার রাত পৌনে ৯টার দিকে জেলার মিরপুর উপজেলার নোয়াপাড়া বাজারে র্যাব অভিযান চালিয়ে ফেনসিডিল সহ কুষ্টিয়া কালিশংকরপুরের মো. শফির ছেলে মাদক বিক্রেতা আলম (৪৯) ও তার স্ত্রী জাহানারা (৪৫) এবং দৌলতপুর উপজেলার সীমান্ত সংলগ্ন পূর্ব মহিষকুন্ডি গ্রামের জয়নাল আবেদীনের ছেলে এরশাদ আলী (৩২) কে আটক করে।
র্যাব সূত্র জানায়, মাদক পাচারের গোপন সংবাদ পেয়ে র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের অভিযানিক দল মিরপুর উপজেলার নোয়াপাড়া বাজারে অভিযান চালিয়ে মাদক বিক্রেতা আলম ও তার স্ত্রী জাহানারা এবং এরাশাদ আলীকে আটক করে তাদের কাছ থেকে ১৮৫ বোতল ফেনসিডিল, নগদ ৬ হাজার ৯৫০ টাকা ও ৫টি মোবাইল ফোন উদ্ধার করে। পরে তারে বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে মিরপুর থানায় সোপর্দ করা হয়।
কিউএনবি/আয়শা/৫ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:৫১