সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় আব্দুল জলিল ট্রাক ও সিএনজি টার্মিনাল মাটি ভরাট কাজ শুরু দ্রুত শহরের যানজট কমবে প্রত্যশা শহরবাসীর। বুধবার দুপুরে শহরের পার-নওগাঁ টিএনটি পাড়ায় আব্দুল জলিল ট্রাক ও সিএনজি টার্মিনালের মাটি ভরাট কাজের পরিদর্শন করেন জেলার চার সংগঠনের নেতৃবৃন্দ। মাটি ভরাট কাজের পরিদর্শন কালে এসময় নওগাঁ জেলা ট্রাক পরিবহন মালিক গ্রুরুপের সাধারণত সম্পাদক শেখ মোঃ ফরিদ উদ্দীন, ২৬৫০ এর সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, জেলা সিএনজি মালিক সমিতির সভাপতি শহিদুর রহমান শহিদ,সাধারণ সম্পাদক শ্রী সীমান্ত কুমার রায়, জেলা সিএনজি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ আসিকুজ্জামান আশিক সহ চার সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় সংগঠনের নেতৃবৃন্দরা বলেন, প্রতিদিন নওগাঁ শহরের মধ্যে হাজার হাজার মানুষ যাতায়াত করে থাকে। শহরের ভিতর দিয়ে যে প্রধান রাস্তা তা অনেক ছোট। আর এই জন্য শহরে অনেক যানজট দেখা যায়। শহরের মধ্যে কোন টার্মিনাল না থাকায় রাস্তার ধারে ট্রাক ও সিএনজি সহ অন্যান্য যানবাহন রাখার জন্য যানজটের সৃষ্টি হয়। আর এ টার্মিনালটি চালু হলে শহরের যানজট অনেকটাই কমে যাবে বলে তারা জানান । উল্লেখ্য ৪ জানুয়ারি আব্দুল জলিল ট্রাক ও সিএনজি টার্মিনালের মাটি ভরাট কাজের উদ্বোধন করেন নওগাঁর সাবেক জেলা প্রশাসক মোঃ হারুন অর রশিদ।
কিউএনবি/আয়শা/২রা ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:৪৪