
মিজানুর রহমান মিন্টু জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাট পৌর আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০২ ফেব্রুয়ারী) বেলা ১২ টায় শহরের শহীদ ডাঃ আবুল কাশেম ময়দানে সদর পৌর আওয়ামীলীগের উদ্যোগে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। জয়পুরহাট পৌর আওয়ামীলীগের সভাপতি আজম আলী মন্ডলের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন আওয়ামীলীগের কেন্দীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন।

এ সময় সম্মেলনে বিশেষ অথিথি হিসাবে অরো বক্তব্য দেন আওয়ামীলীগের কেন্দীয় কমিটির স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ রোকেয়া সুলতানা, কেন্দ্রীয় কমিটির কার্য্যনির্বাহী সদস্য আব্দুল আওয়াল শামীম, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সাধারণ সম্পাদক জাকির হোসেন, সহ-সভাপতি এস এম সোলায়মান আলী. এ্যাডঃ মোমিন আহমেদ চৌধুরী, এ্যাডঃ নৃপেন্দ্রনাথ মন্ডল ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন হিমু সহ জেলা আওয়ামীলীগ ও পৌর আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এস এম কামাল হোসেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে দেশে নিজ অর্থায়নে পদ্মা সেতু, মেট্রোরেল সহ বিভিন্ন মেগা প্রকল্প বাস্তবায়িত হচ্ছে, সেই সাথে দেশ যখন উন্নত রাষ্ট্রে গঠনে এগুচ্ছে তা দেখে দেশীয় ষড়যন্ত্রকারী বিএনপি ও আর্ন্তজাতিক সড়যন্তকারীরা সরকারের বিরুদ্ধে বিভিন্ন ভাবে সড়যন্ত্র করেই চলেছে। তাদের এই সড়যন্ত্রকে প্রতিহত করতে ও শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সজাগ থাকতে হবে সেইসাথে ঐক্যবদ্ধ থাকতে আহবান জানান
কিউএনবি/আয়শা/২রা ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:২৭