ডেসক্ নিউজ : বিএনপির দলীয় সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা ফের করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ বুধবার বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত শনিবার রুমিন ফারহানার করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। তবে তিনি সুস্থ আছেন। চিকিৎসকের পরামর্শে বাসায়ই অবস্থান করছেন। এর আগে ২০২০ সালে করোনায় আক্রান্ত হয়েছিলেন রুমিন ফারহানা। তখন তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্টে আক্রান্ত হওয়ার খবর জানিয়েছিলেন।
কিউএনবি/আয়শা/২রা ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:২৪