ডেস্ক নিউজ : কর্ণফুলী নদীতে ডিঙি নৌকা নিয়ে মাছ ধরার সময় বাবা-ছেলে নিখোঁজ হয়েছে। আজ রবিবার ভোর ৫টায় এ ঘটনা ঘটে। এরপর নৌ-পুলিশ, কোস্ট গার্ড ও ফায়ার সার্ভিস যৌথভাবে তল্লাশি শুরু করে। কিন্তু বিকেল পর্যন্ত তাঁদের খোঁজ পাওয়া যায়নি। নিখোঁজ বাবা তপন দাস (৪০) ও ছেলে অমিত দাস (১৬)। তাঁরা পটিয়া উপজেলার শিকলবাহা এলাকার বাসিন্দা।
ঘটনার বিষয়ে সদরঘাট নৌ-পুলিশের পরিদর্শক মিজানুর রহমান কালের কণ্ঠকে বলেন, ‘শিকলবাহা খাল দিয়ে একটি ডিঙি নৌকা নিয়ে মাছ ধরতে কর্ণফুলীতে আসে জেলেরা। সেখানে তিনজন ছিলেন। দুজন পিতা-পুত্র। অন্যজন সুজিত দাশ। জেলেরা যখন মাছ ধরছিল, তখন নদীতে জোয়ার ছিল। পরে ভাটা শুরু হয়। ভাটার টানে নৌকাটি আনুমাঝির ঘাটের অদূরে পানির ঘূর্ণনে পড়ে আকস্মিকভাবে ডুবে যায়। এ সময় তলিয়ে যাওয়া নৌকা ছেড়ে সুজিত দাস সাঁতার কেটে তীরে উঠতে পারলেও বাবা-ছেলে উঠতে পারেননি।
খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা শুরু করে। পরে কোস্ট গার্ড ও নৌবাহিনীর সদস্যরাও যোগ দেন। কিন্তু সন্ধ্যা পর্যন্ত একটানা তল্লাশি চালিয়েও তাদের উদ্ধার করা সম্ভব হয়নি। রাতে অন্ধকারের কারণে তল্লাশি সাময়িক স্থগিত করা হয়েছে। সোমবার সকাল থেকে পুনরায় তল্লাশি শুরু হবে’।
কিউএনবি/আয়শা/৩০শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৩১