স্পোর্টস ডেস্ক : ম্যানচেস্টার ইউনাইটেডে ক্রিশ্চিয়ানো রোনালদোর সতীর্থ মেসন গ্রিনউডের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন তার বান্ধবী। বান্ধবীর অভিযোগের কারণে গ্রিনউড আদৌ ইউনাইটেডের হয়ে খেলতে পারেন কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে বেশ কিছু ছবি ও ভিডিও পোস্ট করে গ্রিনউডের বান্ধবী হ্যারিয়ট রবসন জানিয়েছেন, গ্রিনউড তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন।
ভিডিওতে দেখা যাচ্ছে, মারধরের কারণে হ্যারিয়টের ওপরের ঠোঁট কেটে রক্ত গড়িয়ে জামা ভিজি যাচ্ছে। অন্য ছবিগুলোতেও দেখা যাচ্ছে শরীরের বিভিন্ন অঙ্গের ক্ষতবিক্ষত অবস্থা। ক্যাপশনে হ্যারিয়ট লিখেছেন- তাদের জন্য, যারা জানতে চান মেসন গ্রিনউড আমার সঙ্গে কী কী করে।
স্কুলজীবন থেকেই একজন আরেকজনের সঙ্গে আছেন গ্রিনউড-হ্যারিয়ট জুটি। সম্পর্কের এক বছর পূর্তির ব্যাপারটাও সবাইকে জানিয়েছিলেন বেশ ঢাকঢোল পিটিয়ে। মাঝে একবার দুজনের মধ্যে ছাড়াছাড়ি হয়ে গেলেও পরে নিজেদের মধ্যে ঠিকঠাক করে নেন।
কিউএনবি/আয়শা/৩০শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:২৭