স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : মনিরামপুর সদর ইউনিয়ন যুবদলের সাধারন সম্পাদক প্রার্থী আতাউর রহমান সানি(২৭) ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাত সাড়ে সাতটার দিকে ইন্তেকাল(ইন্নালিল্লাহী——রাজেউন)করেন। মৃত্যুকালে স্ত্রী, এক বছর বয়সি কণ্যাশিশুসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার দুপুরে হাজরাকাঠি গ্রামে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে পিতার কবরের পাশে তাকে দাফন করা হয়। আতাউরের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
হাজরাকাঠি গ্রামের মৃত আবুবক্কর সিদ্দিকীর ছোট ছেলে যুবদল নেতা আতাউর রহমান সানি পেশায় ছিলেন একজন সার ব্যবসায়ী। এ ছাড়াও তিনি ছিলেন হাজরাকাঠি উত্তরপাড়া জামে মসজিদের সাধারন সম্পাদক। তিনি ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে চলতি মাসের প্রথম দিকে ঢাকার সিরাজ-খালেদা মেমোরিয়াল ক্যান্টনমেন্ট বোর্ড জেনারেল হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাত সাড়ে সাতটার দিকে তিনি ইন্তেকাল করেন। বৃহম্পতিবার দুপুরে হাজরাকাঠি গ্রামে হাজারো মুসল্লিদের অংশগ্রহনে জানাজা নামাজ অনুষ্টিত হয়।
তার মৃত্যুর খবর পেয়ে থানা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন, পৌর বিএনপির আহবায়ক খায়রুল ইসলাম, কামরুজ্জামান, সদর ইউপি চেয়ার্যমান নিস্তার ফারুক, থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোক্তার হোসেন, বাংলাদেশ কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতি মনিরামপুর সাব কমিটির সাধারন সম্পাদক আলমগীর হোসেন মন্টুসহ বিভিন্ন নেতৃবৃন্দ জানাজা শেষে বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। আতাউরের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
কিউএনবি/আয়শা/২৭শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/|সন্ধ্যা ৭:১৯