মিজানুর রহমান মিন্টুজয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটে রেললাইন পারাপারে সময় ট্রেনে কাটা পড়ে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে নয়টায় আক্কেলপুর উপজেলার তিলকপুর রেলস্টেশনে এ ঘটনা ঘটে। নিহত ওই ভ্যানচালকের নাম আন্ত মিয়া (৫০)। তিনি আক্কেলপুর উপজেলার নওজোর গ্রামের বাসিন্দা।প্রত্যক্ষদশীরা জানান, আন্ত মিয়া সকালে ভ্যান নিয়ে তিলকপুর বাজারে আসেন। রেলস্টেশনের পাশে ভ্যান রেখে তিলকপুর রেলস্টেশনের প্ল্যাটফার্মে এসে লোকজনের সঙ্গে গল্প করছিলেন।
তিনি সকাল পৌনে নয়টার দিকে গল্প শেষে রেলস্টশন থেকে নেমে পূর্ব দিকে বাজারে যাওয়ার জন্য রেললাইন পার হচ্ছিলেন। এসময় রাজশাহী থেকে ছেড়ে আসা চিলাহাটীগামী আন্তঃনগর তিতুমীর এক্সেপ্রেস ট্রেনে কাটা পড়ে আন্ত মিয়া মারা যান।আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বলেন, তিলকপুর রেলস্টেশনে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু হয়েছে। সান্তাহার রেলওয়ে পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।
কিউএনবি/অনিমা/২৫শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ /বিকাল ৫:৪৫