মনিরুল ইসলাম মনি, শার্শা(যশোর)সংবাদদাতা : যশোরের শার্শা উপজেলার শার্শা ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি মোকারম হোসেন আর নেই। তিনি সোমবার রাত ৮টার সময় শার্শার চটকাপোতা গ্রামের নিজ বাড়িতে ইন্তিকাল করেছেন। ইন্নালিল্লাহী অইন্না ইলাইহি রাজেউন। মৃত্যু কালে তার বয়ষ হয়েছিল ৮৫ বছর। মরহুম মোকারম হোসেন মৃত্যু কালে বৃদ্ধ স্ত্রী, ১ ছেলে , ২মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুম মোকারম হোসেন শার্শা ইউনিয়ন বিএনপি’র দীর্ঘ দিনের সভাপতি ও শার্শা উপজেলা বিএনপি’র কার্যনির্বাহী কমিটির সদস্য ছিলেন।মরহুম মোকারম হোসেনের ছেলে শার্শার বিশিষ্ঠ ব্যবসায়ী আতাউর রহমান স্বপন জানান, তার পিতা কয়েক মাস ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন । অসুস্থ অবস্থায় সোমবার রাত ৮ টার সময় শার্শার চটকাপোতা গ্রামের নিজ বাড়িতে তিনি মারা যান।
মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার সময় চটকাপোতা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা নামাজ শেষে পারিবারিক কবর স্থানে মরহুম মোকারম হোসেনকে দাফন করা হয়। মরহুমের নামাজে জানাজায় শার্শা উপজেলা বিএনপি’র আহবায়ক খায়রুজ্জামান মধু, সিনিয়র যুগ্ম আহবায়ক আবুল হাসান জহির,বেনাপোল পৌর বিএনপি’র আহবায়ক নাজিম উদ্দিন, সিনিয়র যুগ্ম আহবায়ক শাহাবুদ্দিন, ১০ নং শার্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির আহম্মেদ তোতা, শার্শা উপজেলা ও বেনাপোল পৌর আহবায়ক কমিটির সদস্য ও সাবেক চেয়ারম্যান, মাসুদুর রহমান মিলন, মফিজুর রহমান ছোট, রবিউল ইসলাম, শার্শা বিএনপি নেতা এ্যাডঃ মোস্তফা কামাল মিন্টু, মনিরুল ইসলাম মনি, মিজানুর রহমান, আব্দুস সামাদ সামু, আব্দুল হামিদ,আব্দুর রশিদ, শাহারিয়ার হোসেন মুকুল,
সরোয়ার হোসেন, আব্দুর রউফ মন্টু, শামছুর রহমান, মফিজুুর রহমান,ইসমাইলহোসেন শান্তি, লিয়াকোত আলী মেম্বর, শার্শা যুবদলের আহবায়ক মোস্তাফিজুর রহমান সেলিম,বেনাপোল পৌর যুবদলের সদস্য সচিব রায়হানুজ্জামান দিপু, শার্শা উপজেলা কৃষক দলের সাধারন সম্পাদক সাখাওয়াত হোসেন, সহ সভাপতি আবদুল অহেদ, জয়নাল আবেদ্বীন মন্টু, শার্শা যুবদলের যুগ্ম আহবায়ক মনিরুল ইসলাম, সাইফুল ইসলাম পিন্টু, আব্দুর রশিদ, শার্শা ছাত্রদলের আহবায়ক শরিফুল ইসলাম চয়ন, যুগ্ম আহবায়ক আব্দুর জোবায়ের শাওন, ,সদস্য সচিব সবুজহোসেন, ছাত্রদল নেতা আাশরাফুল ইসলাম,সাজিদ হাসনাত স্াদ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সূধী অংশ নেন। জানাজা নামাজ পরিচালনা করেন হাফেজ ক্বারী মোঃ এনামুল হক।
কিউএনবি/অনিমা/২৫শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ /বিকাল ৪:৫৩