স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : মনিরামপুরের বর্ষিয়ান রাজনীতিক সাবেক উপজেলা চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা সবার প্রিয় মুক্তিযোদ্ধা এম এম নজরুল ইসলাম সকলকে কাদিয়ে না ফেরার দেশে চলে গেছেন। তিনি ব্রেনষ্ট্রোকে আক্রান্ত হয়ে খুলনা সিটি হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত নয়টার দিকে ইন্তেকাল করেন(ইন্নালিল্লাহী—রাজেউনি)। তার বয়স হয়েছিল ৭৬ বছর। মৃত্যুকালে দুই স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
বুধবার দুপুর দুইটায় মনিরামপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে গার্ড অব অনার প্রদান শেষে হাজারো মুসল্লিদের অংশগ্রহনে প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। প্রথম জানাজা নামাজে ইমামতি করেন মাসনা মদিনাতুল উলুম মাদ্রাসার মুহতামিম মুফতি ইয়াহিয়া। পরে হাজরাকাটি গ্রামে দ্বিতীয়দফা জানাজা শেষে পারিবারিক কবরস্থানে পিতা-মাতার কবরের পাশে তাকে দাফন করা হয়।মনিরামপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য, মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে সাবেক কমান্ডার আলাউদ্দিন আহমেদ, জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান, উপজেলা বিএনপির আহবায়ক সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন, সহকারি কমিশনার(ভূমি) হরেকৃঞ্চ অধিকারী, উপজেলা চেয়ারম্যান নাজমা খানমসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে মুক্তিযোদ্ধা নজরুল ইসলামের কফিন পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। এম এম নজরুল ইসলাম ছিলেন মনিরামপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার।
উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক এম এম নজরুল ইসলাম মনিরামপুর সদর ইউনিয়ন পরিষদ থেকে তিনবার চেয়ারম্যান ও একবার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি মনিরামপুর মহিলা ডিগ্রি কলেজ, মনিরামপুর সম্মিলনী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়সহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ছিলেন। জানাজার আগে তার প্রতিষ্ঠিত কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে নজরুল ইসলামের লাশের কফিন নেওয়া হয়। স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষ থেকে তার কফিনে পুষ্পস্তবক অর্পন করা হয়।
কিউএনবি/আয়শা/১৯শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৫৪