মিজানুর রহমান মিন্টু জয়পুরহাট প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠণিক সম্পাদক, জাতীয় সাংসদের হুইপ ও জয়পুরহাট-২ আসনের সাংসদ আবু সাঈদ আল মাহামুদ স্বপনের বাবা আলহাজ¦ শরীফ উদ্দীন মন্ডল (৮৭) মৃত্যু বরণ করেছেন। সোমবার (১৭ জানুয়ারি) সন্ধ্যা ৭ টার দিকে ঢাকা বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীণ অবস্থায় শেষ নিঃশ^াস ত্যাগ করেন। “ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন”।
মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় পাঁচবিবি শেখ রাসেল মিনি স্টেডিয়ামে মাঠে তাঁর প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে বেলা সাড়ে ১১ টার দিকে জয়পুরহাট সদর উপজেলার রামকৃষ্ণপুর নিজ গ্রামে দ্বিতীয় দফায় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হয়। মৃত্যুকালে স্ত্রী, তিন মেয়ে ও দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
কিউএনবি/আয়শা/১৮ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:১৪