মিজানুর রহমান মিন্টু জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটে চার মাসের কন্যা শিশুকে হত্যা মামলায় এক আসামী যাবজ্জীবন কারাদণ্ড ও দুই আসামীকে খালাস দিয়েছেন আদালত। সোমবার দুপুরে জয়পুরহাট জেলা ও দায়রা জজ মোঃ নুর ইসলাম এ রায় দিয়েছেন। জয়পুরহাট জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কোঁসুলি অ্যাডঃ নৃপেন্দ্রনাথ মন্ডল (পিপি) এ রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামী জহুরুল ইসলাম (৩৪) জয়পুরহাট সদর উপজেলার হানাইল গ্রামের তোফেল হোসেনের ছেলে। এ মামলায় খালাসপ্রাপ্ত দুই জন হলেন, একই গ্রামের জেলজালাল হোসেন (৪৬) ও তাঁর স্ত্রী মোছাঃ তোহুরা বেগম (৪০)। একই সঙ্গে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামী জহুরুল ইসলামকে দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। মামলা থেকে খালাস পাওয়া দুই জন সম্পর্কে নিহত চার মাসের কন্যাশিশুর চাচা ও চাচি হন।
মামলার বিবরণে জানাগেছে, ২০০৬ সালের ২২ জুলাই বিকেল পাঁচটায় জয়পুরহাট সদর উপজেলার হানাইল গ্রামের আজিজার রহমানের চার মাসের শিশু কন্যা নিজ বাড়িতে দোলনা রেখে তার মা মাঠে হাঁস খুঁজতে যায়। কিছুক্ষন পর মা বাড়িতে ফিরে এসে দেখে দোলনায় চার মাসের কন্যাশিশুটি নেই। অনেক খোঁজাখুঁজির পর সন্ধ্যার আগে বাড়ির পিছনে একটি ডোবার পানিতে শিশুটির মরদেহ পাওয়া যায়। পুলিশ মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনার পরদিন নিহত শিশুর মা আছিয়া বেগম প্রতিবেশী তোফেলের ছেলে জহুরুল ইসলাম (৩৪), তাঁর দেবর জেলজালাল (৪৬) ও দেবরের স্ত্রী তোহুরা বেগম বেগমের (৪০) নাম উল্লেখ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলাটি তদন্ত শেষে ২০০৭ সালের ২২ মে জয়পুরহাট সদর থানার উপ-পরিদর্শক খোকন আলী আদালতে তিন জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। এ মামলায় ১৬ জনের সাক্ষ্য গ্রহন করা হয়। মামলা দায়ের ১৫ বছর পর আজ সোমবার দুপুরে জেলা ও দায়রা জজ মোঃ নূর ইসলাম এ রায় ঘোষনা করেন। এসময় আসামীরা আদালতে উপস্থিত ছিলেন। জয়পুরহাট আদালতের পুলিশ পরির্দশক আব্দুল লতিফ খাঁন জানান, যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামী জহুরুল ইসলামকে কারাগারে পাঠানো হয়েছে।
কিউএনবি/আয়শা/১৭ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:৫০