স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, বর্তমান দেশের ক্রান্তিলগ্নে কঠোর আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার সরকারকে হটিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। খালেদা জিয়া মুক্ত হলে গনতন্ত্র মুক্ত হবে। আর জন্য নিজেদের মধ্যে সকল ভেদাভেদ ভূলে গিয়ে ইস্পাতকঠিন ঐক্যবদ্ধভাবে বিএনপির প্রতিটি নেতাকর্মীকে সর্বোচ্চ ত্যাগ শিকারের জন্য প্রস্তুতি নিতে হবে। তিনি স্মরন করিয়ে বলেন, আপনারা নিশ্চয় ভুলে যাননি মনিরামপুরে এই সরকারের আমলে বিএনপির একডজন নেতাকর্মীকে শহীদ হতে হয়েছে। সেই শহীদদের রক্তের ঋন পরিশোধ করতে চলমান স্বৈরাচার বিরোধী আন্দোলনকে আরো বেগবান করতে হবে।
তীব্র আন্দোলনের মাধ্যমে ফ্যাসিষ্ট সরকারকে হটিয়ে গনতন্ত্র ও বেগম খালেদা জিয়া মুক্ত হলেই সেইসব শহীদদের আত্মা শান্তি পাবে। আর এ জন্য প্রতিটি নেতাকর্মীকে সর্বোচ্চ ত্যাগ শিকারের জন্য এখনই প্রস্তুতি নিতে হবে। শুক্রবার যশোরের মনিরামপুর থানা ও পৌর বিএনপির আহবায়ক কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সকাল ১০ টায় দলিয় কার্যালয়ের পাশে আয়োজিত পরিচিতি সভার প্রথম পর্বে সভাপতিত্ব করেন থানা বিএনপির আহবায়ক সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন। দ্বিতীয় পর্বে সভাপতিত্ব করেন পৌর বিএনপির আহবায়ক খায়রুল ইসলাম। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন খোকন, মিজানুর রহমান খান, গোলাম রেজা দুলু, আবদুস সালাম আজাদ, মোহাম্মদ মুছা।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মনিরামপুর থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মফিজুর রহমান, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আবদুল হাই, থানা বিএনপির যুগ্ম আহবায়ক মুক্তিযোদ্ধা আকতার হোসেন খান, অ্যাডভোকেট মকবুল ইসলাম, উপাধ্যক্ষ গাজী আবদুস সাত্তার, অ্যাডভোকেট এমএ গফুর, নিস্তার ফারুক, ডা.আলতাফ হোসেন, সন্তোষ স্বর, জামশেদ আলী, জুলফিকার আলী ভূট্টো, অ্যাডভোকেট মুজিবুর রহমান, জাহাঙ্গীর বিশ্বাস, আসাদুজ্জামন মিন্টু, জিএম মিজানুর রহমান প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে অনিন্দ্য ইসলাম অমিত আরো বলেন, সবার অংশগ্রহনে এবং মতামতের ভিত্তিতে স্বচ্ছভাবে প্রতিটি ওয়ার্ড এবং ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটি গঠন করতে হবে। এ ক্ষেত্রে তরুন কর্মঠ ও ত্যাগীদের অগ্রাধীকার দেওয়ার ব্যাপারে তিনি গুরুত্বারোপ করেন।
কিউএনবি/আয়শা/১৫ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৪৪