শার্শা(যশোর)সংবাদদাতা : যশোরের শার্শার ৮ম শ্রেনীর ছাত্র মোঃ আরিফ আলী (১৬) গত ৩ দিন ধরে নিঁেখাজ হয়েছে। সে গত ১৩ জানুয়ারী বিকাল সাড়ে ৩ টার সময় বাড়ি থেকে বের হয়ে আজও ফিরে আসেনি। আরিফ শার্শা উপজেলার সম্বন্ধকাঠি গ্রামের মোঃ ইউনুচ আলীর ছেলে। সে শার্শা উপজেলার উলাশী মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেনীতে লেখাপড়া করে। আরিফের পিতা ইউনুচ আলী জানান তার ছেলে আরিফ আলী গত ১৩ জানুয়ারী বিকাল সাড়ে ৩ টার সময় সম্বন্ধকাঠি নিজ বাড়ি থেকে বের হয়ে আজও ফিরে আসেনি।
অনেক খোজাখুজির পরও তাকে পাওয়া যায়নি। তিনি জানান এ ব্যাপারে শার্শা থানায় একটি সাধারন জিডি করেছেন। শার্শা থানা জিডি নং ৫৭১, তাং ১৫/০১/২২। এ ব্যাপারে জানতে চাইলে শার্শা থানার অফিসার ইনচার্জ বদরুল আলম খান জানান, স্কুল ছাত্র আরিফ গত ৩ দিন ধরে নিখোজ রয়েছে। এ ব্যাপারে জিডি হয়েছে। পুলিশখোজ নিয়ে তাকে উদ্ধারের ব্যাপারে চেষ্টা করছে। আরিফের পিতামোঃ ইউনুচ আলী জানান, যদি কোন স্ব-হৃদয়বান ব্যাক্তি আরিফের সন্ধান পান দয়া করে নিন্ম মোবাইল ০১৯৩৬ ০৪৬৬৩৬ নম্বরে জানানোর জন্য অনুরোধ করেছেন।
কিউএনবি/আয়শা/১৫ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৫৩