ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি : নানা কর্মসূচি পালনের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। ১০ জানুয়ারি সোমবার দিবসটি পালন উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল, র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। ভোলাহাট আওয়ামী, অঙ্গ ও সহযোগী সংগঠন দিবসটি পালন উপলক্ষে দলীয় কার্যালয়ে সকাল সাড়ে ৯টার সময় জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করা হয়।
এ সময় উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোঃ আফরাজুল হক বাবু, সাধারণ সম্পাদক মোঃ ইয়াসিন আলী শাহ, জেলা সহ-সভাপতি মোঃ আব্দুল খালেক, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মোঃ রাব্বুল হোসেন, উপজেলা যুগ্ম আহ্বায়ক মোঃ সাইফুল আহমেদ বিশ্বাস, ক্যাশিয়ার মোঃ জামিরুল ইসলাম উইল, যুব ও ক্রীড়া সম্পাদক মোঃ আনিসুর রহমান, ছাত্রলীগ উপজেলা সাধারণ সম্পাদক মোঃ রিফাত হোসেন টুইংকেলসহ বিভিন্ন স্তরের আওয়ামী লীগ ও তার সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
কিউএনবি/আয়শা/১০ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:২৭