শিমুল দেব, উলিপুর (কুড়িগ্রাম) : কুড়িগ্রামের উলিপুরে গত এক সপ্তাহে শীতের তীব্রতা বেড়েছে। দিনের বেলায় সামান্য রৌদ্র থাকলেও সন্ধ্যার পরই ক্রমশ বাড়ছে শীত। শীতকে উপেক্ষা করে শীতবস্ত্র (কম্বল) নিয়ে বাড়ি বাড়ি গিয়ে শতাধিক মানুষের মাঝে বিতরন করলেন পৌর মেয়র মামুন সরকার মিঠু।
সোমবার (৩ জানুয়ারী) রাতে পৌরসভার গুনাইগাছ তেতুলতলা মাদ্রাসা,পূর্ব নাওডাঙ্গা, পশ্চিম নাওডাঙ্গা ও মহেশ এর মোড়ের শতাধিক নারী-পুরুষকে এ শীতবস্ত্র কম্বল বিতরন করেন। এ বিষয়ে উলিপুর পৌরসভার মেয়র মামুন সরকার মিঠু বলেন, আমাদের চারপাশে অনেক অসহায় গরিব দরিদ্র মানুষ আছে। এই তীব্র শীতে শীতার্তদের কথা বিবেচনায় রেখেই এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করেছি। সমাজের অসহায় ও শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের সকলের নৈতিক ও সামাজিক দায়িত্ব। পৌরসভার পক্ষ থেকে এই শীত বস্ত্র বিতরণ চলমান থাকবে।
কিউএনবি/আয়শা/৪ঠা জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৪১