বিনোদন ডেস্ক : জনপ্রিয় দুই অভিনেতা-অভিনেত্রী আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী এবার জুটি হিসেবে আসতে যাচ্ছেন বড়পর্দায়। ভিকি জাহেদ পরিচালিত এই দুই তারকা অভিনীত সিনেমার নাম ‘পুলসিরাত’। রোমান্টিক থ্রিলার ঘরানার এই সিনেমার নাম বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিতে নিবন্ধন করা হয়েছে। আর সিনেমাটির প্রযোজনায় রয়েছে এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড। মেহজাবীন এর আগে ‘সাবা’ ও ‘প্রিয় মালতী’ নামে দুটি সিনেমায় অভিনয় করেছেন। ‘পুলসিরাত’ তার তৃতীয় সিনেমা। আর নিশো বর্তমানে ‘দম’ সিনেমার কাজ শেষ করেছেন।
এ সিনেমার মূল দুই চরিত্রে আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী কাজ করার ব্যাপারটি মোটামুটি চূড়ান্ত হলেও এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল জানিয়েছেন, দুই তারকার সঙ্গে তাদের কথা বেশ অনেক দূর এগিয়ে গেছে। তবে চূড়ান্ত চুক্তি এখনও হয়নি। তবে সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে বিষয়টি এখন চূড়ান্তই। যদিও এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি, তবে প্রাথমিক প্রস্তুতির কাজ ইতিমধ্যে শেষ হয়েছে বলে জানা গেছে। সবকিছু ঠিক থাকলে হয়তো শিগগিরই আনুষ্ঠানিকভাবে ছবিটির কাস্ট, গল্প ও শুটিংসংক্রান্ত বিস্তারিত ঘোষণা করা হবে।
এখানে বলে রাখা ভালো, নিশো ও মেহজাবীন জুটি ছোটপর্দায় দারুণ জনপ্রিয় একটি জুটি। এই জুটি পুনর্জন্ম, শিল্পী, শুক্লপক্ষ, মাইনকার চিপায়, ২২শে এপ্রিল, ঘটনা সত্য, নীল জলের কাব্যতে ব্যাপক দর্শকপ্রিয়তা পেয়েছিল। এ ছাড়া ওটিটি প্ল্যাটফর্মে এই জুটিকে প্রথমবার একসঙ্গে দেখা যায় চরকির সিনেমা ‘রেডরাম’-এ। একটি হত্যাকাণ্ড কেন্দ্র করে এগিয়ে যাওয়া রহস্যময় গল্পে নিশো ও মেহজাবীনের অভিনয় দর্শকের কৌতূহল বাড়িয়ে দেয়। পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মে মরীচিকা, কাইজার, সিন্ডিকেটসহ নানা কাজের মাধ্যমে তারা আলাদাভাবেও প্রশংসা কুড়িয়েছেন।
এদিকে মেহজাবীন শিহাব শাহীনের নতুন ওয়েব সিরিজ ‘ক্যাকটাস’-এ অভিনয় করছেন। এতে তার সঙ্গে দেখা যাবে গায়ক প্রীতম হাসানকে। এই সিরিজের মধ্য দিয়ে প্রথমবারের মতো একসঙ্গে কাজ করছেন মেহজাবীন ও প্রীতম। ‘ক্যাকটাস’ সিরিজে নারী প্রধান চরিত্রে দেখা যাবে মেহজাবীনকে। স্পাই ইউনিভার্স সিরিজের গল্প এটি। মানসিব নামে এক তরুণ হ্যাকারকে কেন্দ্র করে গল্প এগিয়ে যায়। হ্যাকারের চরিত্রে অভিনয় করছেন প্রীতম হাসান। একজন সাধারণ তরুণ কীভাবে স্পাই হয়ে ওঠেন তারই গল্প ‘ক্যাকটাস’। এই ওয়েব সিরিজে আরও রয়েছেন মানস বন্দ্যোপাধ্যায়, সালাহউদ্দিন লাভলু, শাহাদাৎ হোসেন, নাজিবা বাশারসহ অনেকে।
কিউএনবি/আয়শা/২৫ জানুয়ারী ২০২৬,/রাত ১০:২০