তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- ২০২৬ অনুষ্ঠিতের লক্ষে নেত্রকোনার দুর্গাপুরে দুইদিন ব্যাপি ভোটগ্রহণ কর্মকর্তাগণের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। দুর্গাপুর পৌরশহরের দ্বীনি আলীম মাদরাসা মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
নির্বাচনী প্রশিক্ষন ইনস্টিউট ঢাকা এর আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন নেত্রকোনা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মো. সাইফুর রহমান। দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আফরোজা আফসানা এর সভাপতিত্বে অন্যদের মাঝে বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম, জেলা নির্বাচন অফিসার মো. তোফায়েল হোসেন, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান, দুর্গাপুর সার্কেলের এএসপি আল ইমরানুল আলম, উপজেলা নির্বাচন অফিসার ফরহাদ হাসান আজাদ, ওসি মাহমুদুল হাসান, জেলা বিজিবি কর্মকর্তা সহ অন্যান্য কর্মকর্তাগণ।
কর্মশালায় প্রিজাডিং অফিসার, সহকারি প্রিজাডিং অফিসার ও পুলিং অফিসারগণ প্রশিক্ষণ গ্রহণ করেন। এতে ৬১টি কেন্দ্রের জন্য ৬৫ জন প্রিজাইর্ডি অফিসার ৪০৫ জন সহকারী প্রিজাইটিংঅফিসার এবং দুইদিনে প্রায় ৯শত জন পোলিং অফিসার প্রশিক্ষণ গ্রহন করবেন। অবাদ ও সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠিতের লক্ষে অত্র উপজেলায় ৪ প্লাটুন বিজিবি, গ্রাম পুলিশ, অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনীর সদস্যগন নিয়োজিত থাকবে বলে জানান জেলা প্রশাসক মো. সাইফুর রহমান।
কিউএনবি/আয়শা/২৫ জানুয়ারী ২০২৬,/সন্ধ্যা ৬:৩৩