শান্তা ইসলাম নেত্রকোণা প্রতিনিধি : নেত্রকোণা পৌরসভাধীন বাহিরচাপড়া পূর্বপাড়ায় সফিকুল ইসলাম গংদের স্বত্ত্বদখলীয় ভূমিতে আদালতের আদেশ অমান্য করে অবৈধভাবে জমি দখলের অভিযোগে ও প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার। উল্লেখ্য, ভুক্তভোগী পরিবারের মধ্যে রয়েছেন বাউল সাধক রশীদ উদ্দীনের উত্তরসূরী। আজ রোববার (২৫জানুয়ারী) বিকেলের দিকে নেত্রকোণা জেলা প্রেসক্লাবের হলরুমে এই সংবাদ সম্মেলন করা হয়।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী সফিকুল ইসলাম লিখিত বক্তব্যে জানান – ২০২৪ সালের ৫ আগস্টের পর একটি কুচক্রী মহল আমাদের বৈধ একশো বছরের স্বত্ত্বদখলীয় জমি দখলের পায়তারা করছে ষড়যন্ত্রকারীরা। আমাদের ভোগ দখলীয় সম্পত্তিতে তারা বারবার অনধিকার প্রবেশ করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এর সঠিক বিচারের দাবীতে আজকে সংবাদ সম্মেলন করা হয়েছে। অভিযুক্তরা হলেন – বালুয়াখালি গ্রামের ফেরদৌস কবীর রুমেল, বাহিরচাপড়া গ্রামের তৌফিকুল ইসলাম উজ্জ্বল, বালুয়াখালি গ্রামের সজীব তালুকদার, একই গ্রামের মাহমুদা আক্তার, রাসেল তালুকদার। এব্যাপারে জানতে অভিযুক্তদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
কিউএনবি/আয়শা/২৫ জানুয়ারী ২০২৬,/বিকাল ৫:২২