ডেস্ক নিউজ : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি ভঙ্গের অভিযোগে পঞ্চগড়-১ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমকে কারণ দর্শাতে (শোকজ) বলা হয়েছে।
শনিবার (২৪ জানুয়ারি) এ তথ্য জানিয়েছেন পঞ্চগড়-১ আসনের রিটার্নিং কর্মকর্তা। জানা গেছে, জামায়াত আমিরের জনসভা উপলক্ষে তোরণ, বিলবোর্ড, ব্যানার দেওয়ায় তাকে শোকজ করা হয়।
রিটার্নিং কর্মকর্তা কাজী মো. সায়েমুজ্জামান জানান, নির্বাচনি আচরণবিধি ভঙ্গের জন্য তাদের বিরুদ্ধে কেন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না, তার সন্তোষজনক ব্যাখ্যা নির্ধারিত সময়ের মধ্যে দিতে হবে। অন্যথায় নির্বাচনি আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
কিউএনবি/আয়শা/২৪ জানুয়ারী ২০২৬,/রাত ১১:৩৪