ডেস্ক নিউজ : সিরাজগঞ্জের কামারখন্দে নবনির্মিত ২০ শয্যা বিশিষ্ট হাসপাতাল উদ্বোধন না হওয়ায় নষ্ট হচ্ছে কোটি টাকার যন্ত্রপাতি। ১৯ কোটি ৩৬ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হাসপাতালটির নির্জনতার সুযোগ নিয়েছে অপরাধী ও মাদকসেবীরা। হাসপাতালটি চালু না হওয়ায় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
এদিকে উদ্বোধনের আগেই হাসপাতাল থেকে প্রায় ৪০ লাখ টাকা মালামাল চুরি হয়ে গেছে। এ ঘটনায় ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোমিন উদ্দিন।
অভিযোগে বলা হয়, হাসপাতালটি সরকারি ভাবে এখনও চালু হয়নি। সেখানে কোনো জনবল নিয়োগ দেওয়া হয়নি। নিরাপত্তা প্রহরী না থাকায় হস্তান্তরের পর থেকে বিভিন্ন সময়ে হাসপাতালের মালামাল চুরি করে নিয়ে যায় চোরেরা। এসব মালামালের মূল্য প্রায় ৪০ লক্ষ টাকা।
জেলা স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা যায়, কামারখন্দ উপজেলার চৌবাড়ী গ্রামে তিন একর জায়গার হাসপাতালটির নির্মাণ কাজ শুরু হয় ২০১৯ সাল। কাজ শেষে ২০২৩ সালে সিভিল সার্জনের কাছে হাসপাতালটি হস্তান্তর করে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর।
স্থানীয়রা জানান, তাদের দীর্ঘদিনের প্রত্যাশা একটি হাসপাতাল। হাসপাতালটি নির্মাণ হলেও প্রায় আড়াই বছরেও চালু হয়নি। এই সুযোগে হাসপাতালের মালামাল চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। ব্যবহার না করায় নষ্ট হচ্ছে হাসপাতালের কোটি টাকার যন্ত্রপাতি। হাসপাতালে আস্তানা করেছে মাদকসেবীরা।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন আকন্দ জানান, হাসপাতালের মালামাল চুরির ঘটনায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বাদী হয়ে একটি অভিযোগ দিয়েছেন। অভিযোগের পর চুরি যাওয়া মামলার উদ্ধার ও দোষীদের গ্রেফতারে চেষ্টা চলছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপাশা হোসাইন জানান, জেলা প্রশাসনের সভায় চৌবাড়ী হাসপাতালের অর্গানোগ্রাম সিভিল সার্জনকে সংশ্লিষ্ট দফতরে পাঠাতে বলেছিলেন জেলা প্রশাসক। তারপর তিনি আবেদন পাঠিয়েছেন কিনা জানা নেই। ওই হাসপাতালে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হবে।
সিরাজগঞ্জের সিভিল সার্জন ডা. নুরুল আমীন জানান, হাসপাতালে চুরির ব্যাপারে থানায় মামলা করা হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন।
কিউএনবি/আয়শা/২৪ জানুয়ারী ২০২৬,/রাত ১০:২০