শান্তা ইসলাম জেলা প্রতিনিধি নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের ওপর হুমকি-ধমকির অভিযোগ উঠেছে এক বিএনপি নেতার বিরুদ্ধে। এ ঘটনায় উপজেলা জামায়াতের হিন্দু শাখার সভাপতি অরুন বিশ্বাস গত বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সহকারী রিটার্নিং কর্মকর্তা কাছে অভিযোগ করেছেন। অভিযুক্তের নাম বাবুল চৌধুরী। তিনি উপজেলার চাকুয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক পদে রয়েছেন।
অভিযোগে জামায়াত নেতা অরুন বিশ্বাস জানান, তিনি জামায়াতে ইসলামীর কর্মী হিসেবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাংগঠনিক কার্যক্রমে যুক্ত রয়েছেন। এই কারণে স্থানীয় ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বাবুল চৌধুরী ও তার সহযোগীরা তাকেসহ জামায়াতের কর্মী-সমর্থকদের বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছেন। অভিযোগে আরও বলা হয়, সম্প্রতি বাবুল চৌধুরী তাকে উদ্দেশ্য করে বলেন, তোরা যারা জামায়াত করিস, নির্বাচনের পরে তোদের দেখে নেওয়া হবে।
মামলা-মোকদ্দমায় ফেলে দেশছাড়া করা হবে। পাশাপাশি নির্বাচনের দিন জামায়াতের কর্মী-সমর্থকদের ভোটকেন্দ্রে এজেন্ট হিসেবে প্রবেশ করতে এবং ভোটাধিকার প্রয়োগ করতে দেওয়া হবে না বলেও হুমকি দেওয়া হয়েছে। অরুন বিশ্বাস তার অভিযোগে আশঙ্কা প্রকাশ করে বলেন, এসব হুমকির কারণে এলাকায় নির্বাচনী পরিবেশ বিঘ্নিত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সাধারণ ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হচ্ছে। এ ঘটনায় জামায়াত নেতা অরুন গত বৃহস্পতিবার সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন। এ বিষয়ে অভিযুক্ত বিএনপি নেতা বাবুল চৌধুরী বলেন, অভিযোগটি মিথ্যা।
আমি কাউকে কোনো ধরনের হুমকি দেইনি। অরুন বিশ্বাস আমার বড় ভাইয়ের মতো, তাকেও অনেক শ্রদ্ধা করি। আমরা ভিন্ন দল করি, ভিন্ন মতাদর্শ থাকবে, তাই বলে এমন মিথ্যা অভিযোগ কাম্য নয়। এ বিষয়ে জানতে চাইলে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাদির হোসেন শামীম অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগটি তদন্ত করা হবে। সত্যতা পাওয়া গেলে বিধি অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
কিউএনবি/আয়শা/২৪ জানুয়ারী ২০২৬,/রাত ৯:৩৮