স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসরের ফাইনাল চলছে। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে রাজশাহী ওয়ারিয়র্সকে ব্যাটিংয়ে পাঠিয়েছে চট্টগ্রাম রয়েলস। প্রথমে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা করেছে রাজশাহী। দুই ওপেনার শাহিবজাদা ফারহান ও তানজিদ হাসান তামিম ওপেনিং জুটিতে ১০.২ ওভারে ৮৩ রানের পার্টনারশিপ গড়েন।
৩০ বলে দুই চার আর এক ছক্কায় ৩০ রান করে সাজঘরে ফিরেছেন পাকিস্তানি ওপেনার শাহিবজাদা ফারহান। দলকে শুরু থেকেই এগিয়ে নিচ্ছেন বাংলাদেশ দলের তারকা ওপেনার তানজিদ হাসান তামিম। তিনি ইতোমধ্যে ঝড়ো ব্যাটিংয়ে ফিফটি তুলে নিয়েছেন। চলতি বিপিএলে এটা তার তৃতীয় ফিফটি। এর আগে ঢাকার বিপক্ষে সর্বোচ্চ ৭৬ রানের ইনিংস খেলেন তানজিদ।
বিপিএলের অতীতের ১১ আসরের ফাইনাল হয় মিরপুরে। এবারও তার ব্যতিক্রম নয়। মিরপুর স্টেডিয়ামে বিপিএলের গত আসরে ১৯৪ রান করেও জয় ছিনিয়ে নিতে পারেনি চট্টগ্রাম। ফরচুন বরিশাল ১৯৫ রানের বিশাল লক্ষ্য তাড়া করে ৩ বল হাতে রেখেই ৩ উইকেটের জয় নিশ্চিত করে।
সেই হিসেবে বলতে গেলে আজ ফাইনালে রাজশাহীকে দ্বিতীয় শিরোপা জিততে হলে দুইশতাধিক রান করতে হবে। কিন্তু উইকেট এবং শীতের শিশির বিবেচনায় প্রথমে ব্যাট করা দল চ্যালেঞ্জিং স্কোর গড়তে পারলে জয় পাওয়া সম্ভব।
ইতোমধ্যে ১৫ ওভারে এক উইকেট হারিয়ে ১২০ রান করেছে রাজশাহী। দলকে চ্যালেঞ্জিং স্কোর উপহার দিতে ব্যাটিং তাণ্ডব চালাচ্ছেন তানজিদ হাসান তামিম। তিনি ৭২ রানে ব্যাট করছেন। চট্টগ্রাম এ নিয়ে তৃতীয় এবং টানা দ্বিতীয়বার ফাইনাল খেলছে। গত আসরে ফরচুন বরিশালের বিপক্ষে হেরে যায় তারা।
এর আগে ২০১৩ সালের ফাইনালে ঢাকার বিপক্ষে হেরে যায় চট্টগ্রাম। তৃতীয়বার ফাইনালে উঠে আজ প্রথম শিরোপার স্বাদ পেতে চায় শেখ মেহেদি হাসানের নেতৃত্বাধীন দলটি। অন্যদিকে রাজশাহী বিপিএলের সপ্তম আসরে খুলনাকে হারিয়ে প্রথম শিরোপার স্বাদ পেয়েছিল। আজ ১২তম আসরে বিপিএলের দ্বিতীয় শিরোপা জিততে চায় নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন দলটি।
কিউএনবি/আয়শা/২৩ জানুয়ারী ২০২৬,/সন্ধ্যা ৭:৩০