স্পোর্টস ডেস্ক : দুবাইয়ে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নামে ওয়েস্ট ইন্ডিজ। অধিনায়ক ব্র্যান্ডন কিংয়ের ৪৭ এবং শেষদিকে ম্যাথু ফোর্ডের ২৭ রানের উপর ভর করে ৭ উইকেটে ১৫১ রানের পুঁজি পায়। বাকি ব্যাটাররা বলার মতো রান করতে পারেনি। আফগানিস্তানের হয়ে দুইটি করে উইকেট পেয়েছেন জিয়াউর রহমান, রশিদ খান এবং আবদুল্লাহ আহমেদজাই।
ওয়েস্ট ইন্ডিজের দেয়া লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা দুর্দান্ত করে আফগানিস্তান। গুরবাজ ও জারদানের ব্যাটে ৭২ রানের ওপেনিং জুটি হয়। তবে ওপেনিং জুটি ভাঙার পর তাসের ঘরের মতো ভেঙে পড়ে আফগানদের ব্যাটিং লাইন আপ। দুই ওপেনার বাদে কেউ দুই অঙ্কের রান করতে পারেনি। গুরবাজের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৭১ রান। অন্যদিকে, আফগানদের ব্যাটিং ধস নামান ক্যারিবীয়ান পেসার শামার স্প্রিংগার। ১৯তম ওভারের প্রথম তিন বলে তিন উইকেট নিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। তাতেই শেষ হয়ে যায় আফগানিস্তানের আশা।
পূর্ণ ২০ ওভার খেলে ৮ উইকেট হারিয়ে ১৩৬ রানে থামে আফগানিস্তানের ইনিংস। তাতে ১৫ রানের জয়ে সিরিজ ২-১ ব্যবধানে হেরে শেষ করল ওয়েস্ট ইন্ডিজ। ৪ ওভারে ২০ রান দিয়ে ৪ উইকেট নেন স্প্রিংগার। যার ফলে ম্যাচসেরার পুরস্কারও ওঠে তার হাতে।
কিউএনবি/আয়শা/২৩ জানুয়ারী ২০২৬,/দুপুর ১:০০