শান্তা ইসলাম জেলা প্রতিনিধি নেত্রকোনা জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এ সম্মেলনের আয়োজন করা হয়। ভোটারদের সচেতন ও উদ্বুদ্ধ করার লক্ষ্যে নেত্রকোনায় জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় পাবলিক হলে নেত্রকোনা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মো. শাহ আলমের সভাপতিত্বে এবং উপ-শিক্ষা কার্যক্রম কর্মকর্তা আবুল খায়ের মোহাম্মদ মুক্তাছিম বিল্লাহর সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. সাইফুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম, জেলা তথ্য অফিসের উপপরিচালক আল ফয়সাল এবং জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ তোফায়েল হোসেন।
স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাফিকুজ্জামান। সম্মেলনে আমন্ত্রিত আলেমদের পক্ষে বক্তব্য দেন জামিয়া এ মিফতাহুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা আবুল কাশেম, এন আকন্দ কামিল মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল বাতেন এবং দুগিয়া আব্বাছিয়া আলিম ও ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল আবুল ফাত্তাহ মো. মহিউদ্দিন।
বক্তারা সব ধরনের বৈষম্য দূরীকরণ, অনিয়ম ও দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং অর্থ লুটপাট বন্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে ক্ষুধা ও নিরক্ষরতামুক্ত সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গঠনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইমাম, মোয়াজ্জিন ও আলেম-উলামাদের গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচার চালানো এবং ভোট প্রদানের জন্য আহ্বান জানানো হয়। সম্মেলন শেষে দেশের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা মো. আলাউদ্দিন।
কিউএনবি/আয়শা/২২ জানুয়ারী ২০২৬,/বিকাল ৫:২০