স্পোর্টস ডেস্ক : আসন্ন অস্ট্রেলিয়ার বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের প্রচারণায় ভারতকে উদ্দেশ করে কৌশলে খোঁচা দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি। এক সপ্তাহের মধ্যে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলতে অস্ট্রেলিয়াকে আতিথ্য দেবে পাকিস্তান। এই সিরিজটি ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপের আগে দুই দলের শেষ প্রস্তুতি পর্ব হিসেবে বিবেচিত হচ্ছে।
তবে সফরের প্রচারণায় ভারতকে ইঙ্গিত না দিয়ে থাকতে পারেনি পিসিবি। নিজেদের অফিসিয়াল এক্স প্ল্যাটফর্মে প্রকাশিত একটি ভিডিওতে পাকিস্তানের আতিথেয়তা তুলে ধরার পাশাপাশি কৌশলে প্রতিবেশী দেশ ভারতকে খোঁচা দেওয়া হয়েছে।
ভিডিওতে দেখা যায় একজন অস্ট্রেলীয় পর্যটক পাকিস্তান ঘুরে বেড়াচ্ছেন এবং দেশটির মানুষের আতিথেয়তা উপভোগ করছেন। পাকিস্তান টি টোয়েন্টি দলের অধিনায়ক সালমান আঘা নিজেই সেই পর্যটকের রাতের খাবারের বিল পরিশোধ করে বলেন আপনি আমাদের অতিথি। পর্যটক কৃতজ্ঞতা প্রকাশ করে জানান পাকিস্তানের আতিথেয়তা তার খুব ভালো লেগেছে।
এরপরের দৃশ্যে এক স্থানীয় ট্যাক্সিচালক পর্যটককে জানিয়ে দেন অতিথির কাছ থেকে তিনি কোনো ভাড়া নেবেন না। পর্যটক ট্যাক্সি থেকে নেমে চলে যেতে চাইলে চালক তাকে থামিয়ে বলেন মেট হ্যান্ডশেক ভুলে গেছেন মনে হয় পাশের দেশে ছিলেন।
এই সংলাপটি স্পষ্টতই ভারতের সঙ্গে হাত মেলানো সংক্রান্ত সাম্প্রতিক বিতর্ককে ইঙ্গিত করে বলে মনে করছেন ক্রীড়া বিশ্লেষকরা। গত বছর এশিয়া কাপসহ কয়েকটি আন্তর্জাতিক আসরে ভারতীয় দল পাকিস্তানের খেলোয়াড়দের সঙ্গে হাত মেলাতে অনাগ্রহ দেখায়। পেহেলগাম হামলা ও অপারেশন সিঁদুর চলাকালে দুই দেশের রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
পিসিবির এই ভিডিওকে ভারতের বহুল আলোচিত মওকা মওকা বিজ্ঞাপনের পাল্টা জবাব হিসেবেও দেখা হচ্ছে। ওই বিজ্ঞাপনে আইসিসি টুর্নামেন্টে ভারতের বিপক্ষে পাকিস্তানের দুর্বল রেকর্ড নিয়ে ব্যঙ্গ করা হয়েছিল।
ভিডিওর শেষ অংশে পর্যটক সালমান আঘাকে জানান তিনি পাকিস্তানে দারুণ সময় কাটাচ্ছেন তবে অস্ট্রেলিয়া যদি টি টোয়েন্টি সিরিজে পাকিস্তানকে হারায় তাহলে আরও ভালো হবে। জবাবে সালমান আঘা বলেন আমরা সাধারণত খুব অতিথিপরায়ণ তবে ক্রিকেটের ক্ষেত্রে আমরা পুরোপুরি প্রস্তুত।
আগামী ২৯ জানুয়ারি ৩১ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে পাকিস্তান অস্ট্রেলিয়া টি টোয়েন্টি সিরিজ। এই সিরিজ দিয়েই দুই দল বিশ্বকাপের আগে নিজেদের শক্তি যাচাই করবে।
কিউএনবি/অনিমা/২২ জানুয়ারী ২০২৬,/দুপুর ১:৩৪