মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে ছেলের হাতে বাবা খুনের অভিযোগ পাওয়া গেছে। বুধবার সকাল ৮টার দিকে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের গরুড়া কলেজ বাজার ঈদগাহপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে নিহত মোস্তফা আলী (৬৫) নামে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে দৌলতপুর থানা পুলিশ। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত ছেলে বাবু হোসেনকে আটক করে থানা হেফাজতে নিয়েছে। নিহত মোস্তফা আলী একই এলাকার মৃত মেছের আলীর ছেলে। তিনি বাজারে সিঙ্গাড়া, পেঁয়াজি ও জিলাপি বিক্রি করতেন। এ ঘটনায় নিহতের ভাই মোমিন আলী বাদী হয়ে দৌলতপুর থানায় একটি হত্যার অভিযোগ দায়ের করেছেন।
নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, মোস্তফা আলীর দুই স্ত্রী ছিলেন। প্রথম স্ত্রীর এক ছেলে ও এক মেয়ে এবং দ্বিতীয় স্ত্রীর এক ছেলে ও এক মেয়ে রয়েছে। প্রায় ১৫ বছর আগে প্রথম স্ত্রী বজ্রপাতে মারা যান এবং দ্বিতীয় স্ত্রী মারা যান দুই বছর আগে। দুই স্ত্রীর মৃত্যুর পর জমি-জমার ভাগ-বণ্টন নিয়ে দ্বিতীয় স্ত্রীর ছেলে বাবু হোসেন (৩০) এর সঙ্গে মোস্তফা আলীর দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই সূত্র ধরে মঙ্গলবার রাতে বাবা-ছেলের মধ্যে বাক-বিতন্ডার একপর্যায়ে বাবু তার বাবাকে হত্যার হুমকি দেয়।
স্থানীয়দের ধারণা, ঝগড়া বিবাদের জের ধরে রাতের কোনো এক সময় ছেলে বাবু তার বাবাকে গলায় ফাঁস দিয়ে হত্যা করে পালিয়ে যায়। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। হত্যার ঘটনার বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, আমরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছি। এটি হত্যা না আত্মহত্যা ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার আগে নিশ্চিত হওয়া যাচ্ছে না। নিহত মোস্তফা আলীর ভাই মোমিন আলী থানায় একটি হত্যার অভিযোগ করেছেন। অভিযুক্ত বাবু হোসেন কে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
কিউএনবি/আয়শা/২১ জানুয়ারী ২০২৬,/রাত ৯:২২