ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন অবস্থায় মাদকদ্রব্য মালামাল আটক
মোঃ আসাদুজ্জামান আসাদ দিনাজপুর প্রতিনিধি ।
Update Time :
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
৩১
Time View
মো আসাদুজ্জামান আসাদ দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি কতৃক সীমান্তে গত ২০ জানুয়ারি ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ বিরামপুর বিশেষ ক্যাম্প কর্তৃক পৃথক পৃথক ০২টি চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে ২৮৮ বোতল বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ এবং ১৩,৪৭৫ পিস বাংলাদেশী মদ তৈরির বড়ি আটক করতে সক্ষম হয়। আটককৃত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালের সিজার মূল্য ২,৪৫,৩২৫/- (দুই লক্ষ পয়ঁতাল্লিশ হাজার তিনশত পঁচিশ) টাকা।
এবিষয়ে ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার বলেন, ভবিষ্যতেও বিজিবি কর্তৃক চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক এবং আসামী আটকের কার্যক্রম অব্যহত থাকবে।