সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন

নরসিংদীতে শহীদ আসাদ স্মরণে শ্রদ্ধা

মোঃ সালাহউদ্দিন আহমেদ নরসিংদী জেলা প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ৮৮ Time View

নরসিংদী জেলা প্রতিনিধি : ’৬৯-এর গণঅভ্যুত্থানের নায়ক শহীদ আমানুল্লাহ মোহাম্মদ আসাদুজ্জামান (শহীদ আসাদ)-এর ৫৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে নরসিংদীতে নানা কর্মসূচির মাধ্যমে তাঁকে স্মরণ করেছে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে শিবপুর উপজেলার ধানুয়া গ্রামে শহীদ আসাদের কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়।

সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী কর্মসূচিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক দল এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠন প্রভাতফেরি ও পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদ আসাদের প্রতি শ্রদ্ধা জানান। পরে তাঁর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শ্রদ্ধা নিবেদনকারীদের মধ্যে ছিলেন নরসিংদী জেলা বিএনপির সহ-সভাপতি মনজুর এলাহী, শিবপুর সরকারি শহীদ আসাদ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো. মতিউর রহমান, শিবপুর শহীদ আসাদ কলেজিয়েট গার্লস হাইস্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ ও ম্যানেজিং কমিটির সভাপতি আবুল হারিছ রিকাবদার, আব্দুল মান্নান ভূইয়া পরিষদের সদস্য সচিব আরিফ-উল মৃধা, নরসিংদী জেলা যুবদলের সভাপতি মহসিন হোসাইন বিদ্যুৎ, শিবপুর উপজেলা বিএনপি, নরসিংদী জেলা ছাত্রদল, শিবপুর উপজেলা ছাত্রদলসহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের নেতাকর্মীরা। এদিকে শহীদ আসাদ দিবস উপলক্ষে সকালে শিবপুর শহীদ আসাদ কলেজ মাঠে আলোচনা সভা, দোয়া মাহফিল ও স্মৃতিচারণমূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কলেজের অধ্যক্ষ নাসির উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন।

 

 

কিউএনবি/আয়শা/২০ জানুয়ারী ২০২৬,/রাত ১০:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit