মৌলভীবাজার জেলা ,শ্রীমঙ্গল প্রতিনিধি। মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কালীঘাট চা বাগানের, সাব পোস্ট অফিসের সামনে, শ্রীমঙ্গল টু হরিণছড়া পাকা, রাস্তায় পুলিশের অভিযানে, শিপন মিয়া (২০) নামে এক সিএনজি চালককে আটক করে তার সিএনজি তল্লাসী করে, ভারতীয় সামগ্রী উদ্ধার করে পুলিশ।
এতে ৪ টি বড় কার্টন সহ, ৩ টি কার্টুনের ভিতরে ভারতীয় নেচারেল বি ওয়ান, কোম্পানির প্রেরেল ফেইসওয়াস,, ১২ টি, গ্রেপ ওইন ফেসওয়াস,৩ টি,ডায়মন্ড ফেস কিট, ১২ টি, ফাইভ ফুর্ট ফেসিয়াল কিট,১২ টি, গোল্ড ফেসিয়াল কিট, সর্বমোট ৫১ পন্য যার মুল্যে অনুমান (৫১ x৩০০০) # ১,৫৩,০০০/ – টাকা, অপর একটি কার্টনে নো স্কেয়ার ক্রিম ৬৩০ পিচ, মূল্য অনুমানিক (৬৩০x ৩০০)= ১৮৯,০০০/- টাকা।
এসময় উক্ত সিএনজি টি ৩,৫০,০০০/ – টাকা সহ উপরোক্ত মালামাল জব্দ তালিকার মূল্যে রাখা হয়েছে। মঙ্গলবার ২০ (জানুয়ারী) ২০২৬ খ্রিঃ, তারিখে ভোর রাত ০৩.৩০ মিনিটের সময়কালে পুলিশের অভিযানে, আসামিকে আটক করে, অবৈধ ভারতীয় পন্য উদ্ধার করেছে পুলিশ। উক্ত বিষয়ে শ্রীমঙ্গল থানায় আসামীর বিরোদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়। বিষয়টি নিশ্চিত করেন, জ, ই মুন্না, অফিসার ইনচার্জ, শ্রীমঙ্গল থানা।
কিউএনবি/আয়শা/২০ জানুয়ারী ২০২৬,/রাত ৮:৩৩