বিনোদন ডেক্স : গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় দুর্বৃত্তদের চালানো গুলিতে আহত হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি। পরে ১৮ ডিসেম্বর রাতে সিঙ্গাপুরের এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এরপর থেকেই এই হত্যার বিচারের দাবিতে ফুঁসে ওঠে গোটা দেশ। বিভিন্ন মহলে হাদি হত্যার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত বিচারের দাবি ওঠে।
বুধবার (১৪ জানুয়ারি) নতুন একটি পোস্টে কঠোর ভাষায় প্রতিক্রিয়া জানিয়ে তাসরিফ খান লেখেন, ‘আফসোস, এক বেইমান জাতির জন্য আমাদের ভাই আবরার, হাদিরা প্রাণ দিলো। ’ পোস্টের কমেন্ট বক্সে তিনি আরও লেখেন, ‘আমাদের ভাই হাদির হত্যার বিচারের দাবিতে তোমরা যারা নীরব থাকলা, এই নীরবতা একদিন তোমাদের জন্যেও কাল হয়ে দাঁড়াবে। তোমাদের দেখে রাখলাম, চিনে রাখলাম। মনে রেখ, পাপে বাপ ছাড়েনা।’
তাসরিফ খানের এই পোস্ট ও মন্তব্য ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সাড়া ফেলেছে। অনেকেই তার বক্তব্যকে সাহসী, সময়োপযোগী ও প্রতিবাদী কণ্ঠ হিসেবে দেখছেন।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর দুর্বৃত্তদের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ অবস্থায় গুরুতর আহত হাদিকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক)-এ নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর সিঙ্গাপুরের এভারকেয়ার হাসপাতালে তাকে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
কিউএনবি/মহন/১৫ জানুয়ারি ২০২৬,/বিকাল ৫:৩৪