বিনোদন ডেক্স : দীর্ঘদিনের নীরবতার অবসান ঘটিয়ে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন উপস্থাপক রাফসান সাবাব ও সংগীতশিল্পী জেফার রহমান। বুধবার (১৪ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই বিয়ের খবরটি নিশ্চিত করেন রাফসান। একটি বিশেষ মুহূর্তের কিছু ছবি শেয়ার করে তিনি লেখেন, ‘পরিবার ও ভালোবাসার মানুষদের পাশে নিয়ে আমাদের নতুন যাত্রা শুরু করতে যাচ্ছি। আপনাদের দোয়া ও আশীর্বাদ আমাদের কাম্য। আজ আমাদের দুই জীবন এক হলো, শুরু হলো একসঙ্গে পথচলার এক সুন্দর গল্প।’
এই সুখবর প্রকাশের পরই অভিনন্দনে ভাসতে থাকেন নবদম্পতি। শোবিজের অনেকেই শুভকামনা জানালেও ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাফা কবিরের মন্তব্যটি নেটিজেনদের আলাদা করে নজর কাড়ে। আবেগঘন বার্তায় সাফা যেন নিজের আনন্দই লুকাতে পারেননি। সামাজিক যোগাযোগমাধ্যমে সাফা কবির লেখেন, ‘দৃশ্যটি কী যে চমৎকার! আমি চোখ ফেরাতে পারছি না। আনন্দে আমার বুক ভরে উঠছে, চোখ যেন খুশির অশ্রুতে ভরে উঠেছে। এই দুই সুন্দর মানুষ যখন এক হতে যাচ্ছে, সৃষ্টিকর্তার আশীর্বাদ থাকুক। আল্লাহ তোমাদের জীবন সীমাহীন ভালোবাসা আর নিয়ামতে ভরিয়ে দিন।’
রাফসান সাবাব দীর্ঘদিন ধরে দেশের শীর্ষস্থানীয় বিভিন্ন ইভেন্ট ও শো উপস্থাপনার মাধ্যমে নিজস্ব অবস্থান তৈরি করেছেন। অন্যদিকে, জেফার রহমান তার কণ্ঠ ও ফ্যাশন সেন্স দিয়ে তরুণ প্রজন্মের মধ্যে বেশ জনপ্রিয়। বিনোদন জগতের দুই সফল মানুষের এই নতুন পথচলা দর্শকদের কাছেও বাড়তি আনন্দ যোগ করেছে।
কিউএনবি/মহন/১৫ জানুয়ারি ২০২৬,/বিকাল ৫:০৯