বিভিন্ন অনলাইন সংবাদমাধ্যম ও পত্রিকায় সম্প্রতি প্রকাশিত একটি সংবাদের মাধ্যমে নরসিংদী সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়নে সরকারি ব্যানার ব্যবহার করে নির্দিষ্ট রাজনৈতিক প্রতীকের পক্ষে ভোট আহ্বানের যে অভিযোগ তোলা হয়েছে, তা ভুলভাবে, বিভ্রান্তিকর ভাবে উপস্থাপন করা হয়েছে ও উদ্দেশ্যপ্রণোদিত বলে আমরা মনে করি।
উক্ত সংবাদে কোনো প্রকার যাচাই-বাছাই ছাড়াই সংশ্লিষ্ট প্রশাসন ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নাম জড়িয়ে অভিযোগ উপস্থাপন করা হয়েছে, যা তাদের ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক সুনাম ক্ষুণ্ন করার শামিল। সংবাদে বর্ণিত ব্যানারটিতে ইচ্ছাকৃতভাবে সরকারি উদ্যোগে বা সরকারি অর্থায়নে স্থাপন করা হয়েছে—এমন কোনো নিশ্চিত প্রমাণ উপস্থাপন করা হয়নি।
আমরা মনে করি, এ ধরনের একপেশে ও যাচাইহীন সংবাদ জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে এবং প্রশাসন ও গণমাধ্যমের প্রতি আস্থাহানি ঘটায়। তাই আমরা এ ধরনের বিভ্রান্তিকর সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং ভবিষ্যতে দায়িত্বশীল, বস্তুনিষ্ঠ ও সত্যনির্ভর সাংবাদিকতা প্রত্যাশা করি। মেহেরপাড়া ইউনিয়ন পরিষদ।
কিউএনবি/আয়শা/১৫ জানুয়ারী ২০২৬,/বিকাল ৪:১৫