আন্তর্জাতিক ডেস্ক : সরকারবিরোধী আন্দোলনে সহিংসতার পর বিক্ষোভকারীদের সমর্থনে ইরানে প্রতিনিয়ত সামরিক হামলার চালানোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা হলে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছে তেহরান।
হুমকির পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে হামলার আশঙ্কায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। তবে তেহরানে মার্কিন যুক্তরাষ্ট্রের হামলার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন ইসলামাবাদে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত রেজা আমিরি মোঘাদাম।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) জাতীয় রহমাতুল-লিল-আলামিন কর্তৃপক্ষের পরিদর্শনকালে চেয়ারম্যান খুরশিদ আহমেদ নাদিমের সাক্ষাত শেষে তিনি এই মন্তব্য করেন। ইরানের রাষ্ট্রদূত রেজা আমিরি মোঘাদাম বলেন, ডোনাল্ড ট্রাম্প তেহরানে আক্রমণ করবেন না বলে জানিয়েছেন। তিনি সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন।
ইরানি রাষ্ট্রদূত জানান, তিনি তথ্য পেয়েছেন, ট্রাম্প যুদ্ধ চান না এবং ইরানকে এই অঞ্চলে মার্কিন স্বার্থে আক্রমণ না করার জন্য বলেছিলেন। বিক্ষোভের কথা বলতে গিয়ে রাষ্ট্রদূত বলেন, জনগণের প্রতিবাদ করার বৈধ অধিকার রয়েছে এবং সরকার বিক্ষোভকারীদের সাথে আলোচনায় অংশ নিয়েছে। তিনি দাবি করেন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা গণমাধ্যমের প্রচারণা সহিংসতাকে উস্কে দিয়েছে, পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে।
রাষ্ট্রদূত দাবি করেছেন বর্তমানে তেহরানের পরিস্থিতি সম্পূর্ণ সরকারের নিয়ন্ত্রণ রয়েছে। কূটনীতিক আরও বলেন যে, হামলার ক্ষেত্রে ইরান বৃহত্তর অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি স্থাপনাগুলিকে লক্ষ্যবস্তু করবে। এসময় মোগাদম পাকিস্তানের অব্যাহত সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সূত্র: ডন।
কিউএনবি/অনিমা/১৬ জানুয়ারী ২০২৬,/রাত ৬:১৫