শান্তা ইসলাম নেত্রকোণা প্রতিনিধি : বাংলাদেশ নির্বাচন কমিশনে আপিল শুনানিতে নেত্রকোণা-১ (কলমাকান্দা–দুর্গাপুর উপজেলা) আসনে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মোঃ বেলাল হোসেনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
আজ রোববার (১১জানুয়ারী) সকাল ১১টায় বাংলাদেশ নির্বাচন কমিশন বৈধতা ঘোষণা করেন বলে জানান ইঞ্জিনিয়ার মোঃ বেলাল হোসেন। আজ রোববার বেলা ৩টার দিকে ইঞ্জিনিয়ার মোঃ বেলাল হোসেন জানান – আজ রোববার অনুষ্ঠিত আপিল শুনানিতে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোঃ গিয়াস উদ্দিন চৌধুরীর নেতৃত্বে অ্যাডভোকেট সৈয়দ বেলায়েত হোসেন বেলাল ও অ্যাডভোকেট মহিমা বাঁধন শুনানিতে অংশগ্রহণ করেন।
শুনানি শেষে তাঁর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। তিনি আরও জানান – মনোনয়ন ফরম বৈধ হওয়ায় ইঞ্জিনিয়ার মোঃ বেলাল হোসেন আলহামদুলিল্লাহ জানিয়ে সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।
কিউএনবি/আয়শা/১২ জানুয়ারী ২০২৬,/বিকাল ৪:৪৪