বিনোদন ডেক্স : ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-২০২৬ শুরু হচ্ছে আজ। ‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’— এ স্লোগানের মাধ্যমে শনিবার (১০ জানুয়ারি) থেকে রোববার (১৮ জানুয়ারি) পর্যন্ত ৯ দিনব্যাপী এ উৎসবে প্রদর্শিত হবে। চতুর্বিংশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ৯১ দেশের ২৪৫টি পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্য সিনেমা প্রদর্শন করা হবে। উৎসবে বাংলাদেশসহ আন্তর্জাতিক সিনেমা নির্মাতাদের কাজ উপভোগ করার সুযোগ পাবেন সিনেমাপ্রেমী দর্শকরা।
পরিচালক আহমেদ মুজতবা জামাল বলেন, এবারই প্রথমবারের মতো কক্সবাজারের সমুদ্রসৈকতে অনুষ্ঠিত হবে ওপেন এয়ার স্ক্রিনিং। বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উদ্যোগে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ছবিগুলো লাবণী বিচ পয়েন্টে দেখানো হবে ১০-১৮ জানুয়ারি পর্যন্ত। এ প্রদর্শনীটি থাকবে সবার জন্য উন্মুক্ত। তিনি বলেন,আজ উদ্বোধনী দিনে চলচ্চিত্র হিসেবে দেখানো হবে চীনা পরিচালক চেন শিয়াং পরিচালিত সিনেমা ‘উ জিন ঝি লু’ (দি জার্নি টু নো এন্ড)। উদ্বোধনী অনুষ্ঠান শুরু হচ্ছে ‘থিয়েটিক্যাল কোম্পানি ও জল তরঙ্গ’ গোষ্ঠীর সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে।
চতুর্বিংশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর্দা নামবে ১৮ জানুয়ারি। সমাপনী দিনে বিকাল ৪টায় বাংলাদেশ জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান ও উৎসব কমিটির নির্বাহী সদস্য জালাল আহমেদ। অনুষ্ঠান শেষে দেখানো হবে এবারের উৎসবে সেরা পুরস্কার জিতে নেওয়া চলচ্চিত্রটি। সমাপনী অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন আহমেদ হাসান সানি।
এ ছাড়া জাতীয় জাদুঘরের মূল মিলনায়তন ও কবি সুফিয়া কামাল মিলনায়তন, শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা ও নাট্যশালার মূল মিলনায়তন, অলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তন ও স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের মিলনায়তনে উৎসবের সিনেমা প্রদর্শনী করা হবে । এসব মিলনায়তনের সব প্রদর্শনী সবাই বিনামূল্যে উপভোগ করতে পারবেন। আসন সংখ্যা সীমিত থাকায় ‘আগে এলে আগে দেখবেন’ ভিত্তিতে আসন বণ্টন করা হবে।
কিউএনবি/মহন/১০ জানুয়ারি ২০২৬,/দুপুর ১২:৩৩