স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপে খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত আগেই নিয়েছে বাংলাদেশ। শ্রীলঙ্কায় গিয়ে খেলার অভিপ্রায় ব্যক্ত করে আইসিসিকে চিঠিও দিয়েছে। বিষয়টার এখনও নিষ্পত্তি হয়নি, তার আগেই সংবাদ মাধ্যমে নিজেদের অবস্থান জানিয়ে দিয়েছে বোর্ড। তা নিয়ে এবার মুখ খুলেছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল।
আজ বৃহস্পতিবার সিটি ক্লাবে জিয়া ইন্টার ইউনিভার্সিটি ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন অনুষ্ঠানে বিষয়টা নিয়ে কথা বলেছেন তামিম। তিনি বলেন, ‘যে সিদ্ধান্ত নেবেন, বাংলাদেশের ক্রিকেটের ইন্টারেস্ট সবচেয়ে আগে থাকতে হবে। প্লাস বাংলাদেশ ক্রিকেটের ফিউচারটা চিন্তা করেই আপনার সিদ্ধান্ত নিতে হবে।’
ঝোঁকের বসে সিদ্ধান্ত না নেওয়ার আহবানও জানিয়েছেন। তিনি বলেন, ‘আপনি হুটহাট সিদ্ধান্তটা নিয়েন না। আর হুটহাট সিদ্ধান্তের চেয়েও বড় কথা হলো আপনি এরকম পাবলিকলি কমেন্ট করে ফেলেন, বিভিন্ন ডিরেক্টর বিভিন্নভাবে কমেন্ট করছেন, এটাতে একটা আনসার্টেন্সি খামাখা তৈরি হয়ে যায়। আমি শিউর ওখানে যোগ্য লোকজন আছেন, বাংলাদেশের গভর্নমেন্টের এখন যারা আছেন। উনাদের নিজেদের ইন্টার্নালি একটা ডিসিশন নিয়ে ফাইনাল একটা ভার্ডিক্ট সবার সামনে আনা উচিত।’
পুরো পরিস্থিতিটা সৃষ্টি হয়েছে মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স বাদ দেওয়ার পর থেকে। এই বিষয়ে তামিমের ভাষ্য, ‘মোস্তাফিজকে আইপিএল থেকে সরিয়ে দেওয়া অবশ্যই দুঃখজনক। এটাতে কোনো ডাউট নেই।’
কিউএনবি/আয়শা/৮ জানুয়ারী ২০২৬,/রাত ৮:০০