স্পোর্টস ডেস্ক : বুধবার (৭ জানুয়ারি) রাতে জেদ্দার কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটিতে সুপারকোপা এস্পানার (স্প্যানিশ সুপার কাপ) সেমিফাইনালে অ্যাথলেটিক বিলবাওকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা।
জোড়া গোল করেছেন বার্সার ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনিয়া। ফেরান তরেস, ফেরমিন লোপেজ এবং রুনি বার্ঘদজি। লামিন ইয়ামালকে বেঞ্চে রেখেও এদিন মাঠে একক আধিপত্য দেখিয়েছে বার্সা। ৮০ শতাংশ বল পজেশন ধরে রেখে ১৪টি শট নিয়েছে হ্যান্সি ফ্লিকের দল, যার ৯টিই ছিল লক্ষ্যে।
ম্যাচের প্রথমার্ধেই ৪ গোলে এগিয়ে যায় বার্সা। ২২ মিনিটে গোল উৎসবের সূচনা করেন ফেরান তরেস। ৮ মিনিট পরেই ব্যবধান দ্বিগুণ করেন ফেরমিন লোপেজ। ৩৪ মিনিটে গোলের দেখা পান রুনি বার্ঘদজিও। ৪ মিনিট পর ম্যাচে নিজের প্রথম গোলটি করেন রাফিনিয়া। মাত্র ১৬ মিনিটে এই ৪ গোল করে ম্যাচের পরিণতি ঠিক করে ফেলে কাতালানরা।
দ্বিতীয়ার্ধে আক্রমণের গতি কিছুটা কমিয়ে দেয় বার্সা। এই অর্ধে গোল হয়েছে মোটে ১টা। ৫২ মিনিটে ম্যাচে নিজের দ্বিতীয় গোলটি করেন রাফিনিয়া। ম্যাচে ২ গোল ও ১ অ্যাসিস্ট করে আলো পুরোটাই কেড়ে নিয়েছেন এই ব্রাজিলিয়ান তারকা। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৬ ম্যাচে ৯ গোল ও ৪ অ্যাসিস্ট করলেন তিনি।
ফাইনালে বার্সেলোনার প্রতিপক্ষ হবে রিয়াল মাদ্রিদ ও অ্যাতলেটিকো মাদ্রিদের মধ্যকার ম্যাচের বিজয়ী দল। আজ (৮ জানুয়ারি) বাংলাদেশ সময় রাত ১টায় মাঠে গড়াবে এই সেমিফাইনালটি।
কিউএনবি/আয়শা/৮ জানুয়ারী ২০২৬,/দুপুর ১:২২