স্পোর্টস ডেস্ক : মাঝরাতে এক খবরে রীতিমতো নড়েচড়ে বসতে হয়েছিল বাংলাদেশের ক্রিকেটভক্তদের। আইসিসি নাকি বিসিবিকে জানিয়েছে, ভারতে গিয়ে বিশ্বকাপে খেলতেই হবে, নাহয় পয়েন্ট কাটা যাবে দলের। তবে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, এই খবরটি সত্য নয়।
তবে তিনি জানিয়েছেন আইসিসির সঙ্গে বিসিবির যোগাযোগ হয়েছে। ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা কিছু বিষয়ে জানতে চেয়েছে বোর্ডের কাছে। আইসিসিকে গত রোববারই বিসিবি জানিয়ে দিয়েছিল, বাংলাদেশ বিশ্বকাপে খেলতে ভারতে যাচ্ছে না। সেখানে জানানো হয় নিরাপত্তা নিয়ে শঙ্কা থাকার কারণে যেতে অপারগতা প্রকাশ করছে বাংলাদেশ।
সে বিষয়েই পরিষ্কার জানতে চেয়েছে আইসিসি। বুলবুল বলেন, ‘আইসিসি আমাদের কাছে জানতে চেয়েছে আমরা কেন ভারতে যাব না। আমরা তো আমাদের মেইলে উল্লেখ করেছি যে সিকিউরিটি কনসার্ন আছে। আমরা এই কারণে ভারতে যাব না।’বিসিবির উদ্বেগের জায়গাটা কোথায়, সেটাই সবিস্তারে জানতে চেয়েছে আইসিসি। বিসিবি প্রধানের কথা, ‘তারপরও আইসিসি আরেকবার গতকাল রাতে বিসিবির কী কী নিরাপত্তাজনিত উদ্বেগ আছে, সেগুলোর একটা পূর্ণাঙ্গ বিবরণ চেয়েছে। কী কারণে বিসিবির উদ্বেগ, কেন ভারতের মাটিতে বাংলাদেশের ক্রিকেটাররা নিরাপদ নন, সেই ব্যাখ্যাটা আইসিসির কাছে দেওয়া হবে।
তারপর বলা যাবে আইসিসি কী সিদ্ধান্ত নেয়।’ গেল রাতে ক্রিকইনফো জানায় যে বাংলাদেশকে আইসিসি শক্তভাবে বলে দিয়েছে, ভারতে খেলতে যাও, নাহয় ওয়াকওভার দিতে হবে, সে খবর পুরোপুরি মিথ্যা বলেই জানান বুলবুল। তিনি বলেন, ‘কিন্তু হুট করে যেটা বলা হয়েছে, আইসিসি বাংলাদেশকে ভারতেই খেলতে বলেছে না হয় বিশ্বকাপে ওয়াকওভার দিতে হবে, এই খবর একদমই মিথ্যা।’
কিউএনবি/আয়শা/৭ জানুয়ারী ২০২৬,/সন্ধ্যা ৬:০৪