বিনোদন ডেস্ক : ভারতীয় অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়ের একটি শোতে অংশ নিয়ে ব্যক্তিগত অনেক অজানা তথ্য জানান দেবলীনা। শোয়ের এক মুহূর্তে শাশ্বত জানতে চান, জীবনে অদ্ভুত প্রস্তাব কখনও দেবলীনা পেয়েছিলেন কি না।
দেবলীনা আরও বলেন,
আরেকটা বিয়ের অদ্ভূত প্রস্তাব আছে। বাংলাদেশের বিখ্যাত গায়িকা মীনা বড়ুয়া। উনি ঠিক করেই ফেলেছিলেন ওনার ছেলে সঙ্গে আমার বিয়ে দেবেন। আমার মা আর মীনা আন্টির বন্ধুত্ব অনেক দিনের। কিন্তু আমি কখনও বুঝিনি মীনা আন্টি মনে মনে আমার বিয়ে আর সংসার নিয়ে অনেকটা ভেবেছিলেন।
অভিনেত্রী বলেন,
মীনা আন্টি ভালোবেসে আমার মাকে একদিন ফোন করেছিলেন এবং বলেছিলেন আমার সঙ্গে ছেলেরও বিয়েতে মত আছে। দেবলিনা কি এখনই কাজ ছেড়ে দিতে পারবে? কারণ ওকে তো বিয়ের পর বাংলাদেশে চলে আসতে হবে।
সবশেষে ভারতীয় এ তারকা বলেন,
কাজ ছাড়াটা আমার জন্য অসম্ভব। এই আমার এক অদ্ভুত বিয়ের প্রস্তাব এসেছিল। অভিনেত্রীর উত্তর শুনে এরপর মজা করে অভিনেতা শাশ্বত বলেন, ‘একটা কথা বলতে পারি, মীনা আন্টি আপনি এবং আপনার ছেলে বেঁচে গেছেন।’১৯৯৬ সালে ‘সীমারেখা’ সিরিয়ালে অভিনয়ের মাধ্যমে শোবিজ দুনিয়ায় পা রাখেন দেবলীনা দত্ত। তবে ‘সাত কাহোঁ’র দীপাবলি ও ‘এক আকাশের নিচে’র নন্দিনী চরিত্রে অভিনয়ের মাধ্যমে তারকা খ্যাতি পান।
কিউএনবি/আয়শা/৬ জানুয়ারী ২০২৬,/বিকাল ৪:৩৩