স্পোর্টস ডেস্ক : নতুন বছরের শুরুতেই দুঃসংবাদ পেল রিয়াল মাদ্রিদ। তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পেকে ছাড়াই সামনের কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে হতে পারে স্প্যানিশ জায়ান্টদের। বাঁ হাঁটুর চোটের কারণে স্পেনের সুপারকোপা দে এস্পানিয়ায় তার অংশগ্রহণ অনিশ্চিত হয়ে উঠেছে।
রিয়াল মাদ্রিদ এখনো এমবাপ্পে কতদিন মাঠের বাইরে থাকবেন, সে বিষয়ে আনুষ্ঠানিক কোনো সময়সীমা জানায়নি। তবে স্প্যানিশ সংবাদমাধ্যমের ধারণা, প্রায় তিন সপ্তাহ তাকে বিশ্রামে থাকতে হতে পারে।
শীতকালীন বিরতির পর ৪ জানুয়ারি রিয়াল বেতিসের বিপক্ষে লা লিগার ম্যাচ দিয়ে মাঠে ফেরার কথা রিয়াল মাদ্রিদের। এরপরই সুপারকোপা দে এস্পানিয়ার সেমিফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী অ্যাথলেতিকো মাদ্রিদের মুখোমুখি হওয়ার সূচি রয়েছে তাদের।
এমবাপ্পের চোটের কারণে আরও একটি বড় ম্যাচেও তাকে না পাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। আগামী ২০ জানুয়ারি চ্যাম্পিয়নস লিগে নিজের সাবেক ক্লাব মোনাকোর বিপক্ষে ম্যাচেও তার খেলা অনিশ্চিত বলে ধারণা করা হচ্ছে।
চলতি মৌসুমে দুর্দান্ত ছন্দে রয়েছেন ২৭ বছর বয়সী এই ফরোয়ার্ড। লা লিগায় এখন পর্যন্ত ১৮ গোল করে তিনি শীর্ষ গোলদাতা। এছাড়া চারটি অ্যাসিস্টসহ মোট ২২টি গোলে সরাসরি অবদান রেখে লিগে সবচেয়ে বেশি গোল সংশ্লিষ্টতার রেকর্ডও গড়েছেন এমবাপ্পে।
কিউএনবি/মহন/ ০১ জানুয়ারি ২০২৬ বিকাল ৫:৩৮