স্পোর্টস ডেস্ক : অভিজ্ঞ ক্রিকেটারদের প্রাধান্য দিয়ে আসন্ন ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য স্কোয়াড সাজিয়েছে আফগানিস্তান। যারা সর্বশেষ ২০২৪ আসরে প্রথমবার ইতিহাস গড়ে সেমিফাইনালে উঠেছিল। এবারও বড় লক্ষ্য নিয়ে রশিদ খানকে অধিনায়ক করে দেশটির স্কোয়াড ঘোষণা করা হয়েছে। ১৫ সদস্যের এই দলে ফিরেছেন ফজলহক ফারুকি, নাভিন-উল-হক ও মুজিব-উর রহমানরা।
গত অক্টোবরে বাংলাদেশের বিপক্ষে দুটি সীমিত ফরম্যাটের সিরিজের দলে ছিলেন না ফজলহক ফারুকি ও গুলবাদিন নাইব। এর আগে অবশ্য টি-টোয়েন্টি এশিয়া কাপে উভয়েই অফফর্মে ছিলেন। ফারুকি-নাইব দুজনকেই ফেরানো হয়েছে বিশ্বকাপের স্কোয়াডে। এ ছাড়া সাম্প্রতিক আফগান দলে ছিলেন না মুজিব-উর রহমান ও পেসার নাভিন-উল-হক। সেপ্টেম্বরে অনুষ্ঠিত এশিয়া কাপে কাঁধের চোটের জন্য ছিটকে গিয়েছিলেন নাভিন। তাদেরও বিশ্বকাপের বড় মঞ্চে ডাকা হয়েছে।
মুজিব মূল স্কোয়াডে থাকায় আরেক রহস্য স্পিনার আল্লাহ মোহাম্মদ গাজানফারকে রাখা হয়েছে রিজার্ভ ক্রিকেটার হিসেবে। রিজার্ভ ক্রিকেটার হিসেবে থাকা বাকি দুজন– ইজাজ আহমদজাই ও জিয়া-উর রহমান শারিফি। বিশ্বকাপের আগে একই স্কোয়াড নিয়ে আফগানিস্তান টি-টোয়েন্টি সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে। ১৯–২২ জানুয়ারি পর্যন্ত হবে এই সিরিজ।
ওয়েস্ট ইন্ডিজ ও টি-২০ বিশ্বকাপে আফগানিস্তানের স্কোয়াড
রশিদ খান (অধিনায়ক), ইব্রাহিম জাদরান (সহ-অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), মোহাম্মদ ইসহাক (উইকেটরক্ষক), সেদিকউল্লাহ অটল, দারউইশ রাসুলি, শহিদুল্লাহ কামাল, আজমতউল্লাহ ওমরজাই, গুলবাদিন নাইব, মোহাম্মদ নবি, নুর আহমদ, মুজিব উর রহমান, নাভিন-উল-হক, ফজলহক ফারুকি ও আব্দুল্লাহ আহমদজাই
রিজার্ভ : আল্লাহ মোহাম্মদ গাজানফার, ইজাজ আহমদজাই ও জিয়া-উর রহমান শারিফি
কিউএনবি/আয়শা/৩১ ডিসেম্বর ২০২৫,/বিকাল ৪:৪৩