ডেস্ক নিউজ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর ময়মনসিংহ জেলা শাখার সাবেক আমির অধ্যাপক মো. জসিম উদ্দিনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
সোমবার (২৯ ডিসেম্বর) জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে অধ্যাপক জসিম উদ্দিনের রুকনিয়াত বা সদস্যপদ বাতিল করা হয়েছে। এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।
জানা গেছে, দলীয় শৃঙ্খলা রক্ষায় এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। বিষয়টি ময়মনসিংহ জেলা শাখা ও কেন্দ্রীয় পর্যায়ে গুরুত্বপূর্ণভাবে দেখা হচ্ছে।
কিউএনবি/আয়শা/২৯ ডিসেম্বর ২০২৫,/রাত ৯:৩০