ডেস্ক নিউজ : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলের নির্বাচনী সমঝোতায় এবার যুক্ত হয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। এবি পার্টি চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু জানিয়েছেন, জামায়াতের সঙ্গে নির্বাচনী সমঝোতায় তাদের যোগ সম্পন্ন এবং আলোচনা চলমান।
এবারের সমঝোতায় পূর্বে জাতীয় নাগরিক পার্টি ও লিবারেল ডেমোক্রেটিক পার্টিও যুক্ত হয়েছিল। এবি পার্টি ৭০টি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছে। এতে দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ফেনী-২, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ বরিশাল-৩, জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান মেজর (অব.) আবদুল ওহাব মিনার পটুয়াখালী-১, যুগ্ম সাধারণ সম্পাদক যোবায়ের আহমেদ কুমিল্লা-৫, যুগ্ম সাধারণ সম্পাদক সানী আবদুল হক দিনাজপুর-৬ এবং যুগ্ম সাধারণ সম্পাদক নাসরিন সুলতানা মিলি ঢাকা-১০ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
রাজনৈতিক সূত্রগুলো বলছে, ফেনী-২, বরিশাল-৩ এবং পটুয়াখালী-১ আসন এবি পার্টিকে ছাড় দেওয়া হতে পারে। ফেনী-২ আসনে জামায়াতের প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র নেওয়া হয়েছিল লিয়াকত আলী ভূঁইয়াকে, বরিশাল-৩ আসনে জহির উদ্দিন মুহাম্মদ বাবরকে মনোনয়ন দেওয়া হয়েছিল। তবে আজ বিকেলে সময়সীমা শেষ হওয়ার আগে কেউ মনোনয়নপত্র জমা দেননি। পটুয়াখালী-১ আসনে জেলা আমির মো. নাজমুল আহসান গতকাল মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এদিকে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল হালিম জানিয়েছেন, ১০ দলের সঙ্গে আরও একটি দল নির্বাচনী সমঝোতায় যুক্ত হচ্ছে। শিগগিরই দলের নাম ঘোষণা করা হবে। এছাড়া জামায়াতের পক্ষ থেকে ঢাকা-১৩ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হককে আসন ছাড় দেওয়া হয়েছে। জামায়াতের কেন্দ্রীয় নেতারা এ সময় দলের আমির শফিকুর রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছেন। নির্বাচনী সমঝোতার কারণে আসনবিন্যাস চূড়ান্ত করার কাজ এখনও চলছে এবং শীঘ্রই আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
কিউএনবি/আয়শা/২৯ ডিসেম্বর ২০২৫,/সন্ধ্যা ৭:৪০