বিনোদন ডেস্ক : দীর্ঘ সম্পর্ককে পরিণয় ঘটানো, কিংবা নতুন মানুষের হাত ধরে পথচলা; সব মিলিয়ে ২০২৫ সাল ছিল বাংলাদেশের তারকাদের নতুন জীবনে প্রবেশের বছর। ২০২৫ বিদায় নিতে বাকি আর মাত্র কয়েক দিন। গত একটি বছর অনেক তারকারা ক্যারিয়ারে যেমন সাফল্য পেয়েছেন, তেমনি অনেকের ব্যক্তিগত জীবনেও যোগ হয়েছে নতুন মাত্রা। তারকা অঙ্গনে বছরজুড়ে আলোচনায় ছিলো এমনই কিছু-প্রেম পরিণয়ের গল্প; যা এবার তুলে ধরা হচ্ছে।
নতুন বছর শুরুর আমেজ না কাটতেই হঠাৎ চমকে দেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। গত ৪ জানুয়ারি মেকআপ আর্টিস্ট রোজা আহমেদকে বিয়ে করেন এই তারকা। এক ঘরোয়া আয়োজনেই সম্পন্ন হয় বিয়ের আয়োজন। আর বিষয়টি নিয়ে বেশ কিছুদিন ধরে চলে তুমুল আলোচনা। ব্যক্তিজীবনে তাহসানের এটি দ্বিতীয় বিয়ে; তার প্রথম স্ত্রী ছিলেন অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা।

মেহজাবীন চৌধুরী – আদনান আল রাজীব

শবনম ফারিয়া – তানজিম তৈয়ব
প্রথম সংসারের ইতি টানার প্রায় পাঁচ বছর পর চলতি বছর সেপ্টেম্বরে দ্বিতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসেন অভিনেত্রী শবনম ফারিয়া। দুই পরিবারের ঘনিষ্ঠ সদস্যদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। ফারিয়ার দ্বিতীয় স্বামী তানজিম তৈয়ব রাজশাহীর বাসিন্দা। দেশের একটি শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত। এর আগে ২০১৮ সালে ভালোবেসে হারুনুর রশীদ অপুকে বিয়ে করেছিলেন শবনম ফারিয়া।

শামীম হাসান সরকার – আফসানা প্রীতি
চলতি বছরের এপ্রিলে বিয়ে করেন ছোট পর্দার অভিনেতা শামীম হাসান সরকার। ফরিদপুরের মেয়ে আফসানা প্রীতিকে বিয়ে করেন অভিনেতা। শামীম বিয়ে নিয়ে হারহামেশাই মজা করতেন বলে তার সত্যিকারের বিয়ের খবর নিয়ে ভক্তরা বেশ ধোঁয়াশায় ছিলেন। পরে সব স্পষ্ট করে দেন অভিনেতা।

জামিল হোসেন – মুনমুন আহমেদ
বর্তমান সময়ের অভিনেতা জামিল হোসেন বিয়ে করেছেন গত ৬ এপ্রিল। তার স্ত্রীর নাম মুনমুন আহমেদ। তিনিও অভিনয়ে সঙ্গে যুক্ত। স্ত্রী মুনমুনের সঙ্গে একসঙ্গে জুটি বেঁধে বেশ কিছু নাটকে কাজ করেছেন জামিল। সেখান থেকেই দুজনের পরিচয়। আর সেই পরিচয় একটা সময় গড়ায় ভালোলাগায়; এরপরই ঘটে পরিণয়।

উল্লেখ্য, সব মিলিয়ে ২০২৫ সাল ছিল দেশের শোবিজ অঙ্গনের জন্য বিয়ের বছর। কেউ দীর্ঘ এক দশকেরও বেশি সময়ের প্রেমকে পরিণয়ে রূপ দিয়েছেন, আবার কেউ অতীতের তিক্ততা ভুলে নতুন করে বাঁচার স্বপ্ন বুনেছেন। পর্দার প্রিয় তারকাদের বাস্তবের এই নতুন পথচলা নিয়ে ভক্তদের আগ্রহ ও শুভকামনা ছিল বছরজুড়েই। নতুন এই দম্পতিদের হাত ধরে আগামী বছরগুলোও প্রেম ও সুখের আবহে কাটুক- এমনটাই প্রত্যাশা বিনোদনপ্রেমীদের।
কিউএনবি/আয়শা/২৮ ডিসেম্বর ২০২৫,/দুপুর ১২:০৫